সর্বশেষ

সর্বশেষ সংবাদ
হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা চলছে

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সম্ভাবনা রয়েছে।   রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তার চিকিৎসায় যুক্ত ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের এক সদস্য এ তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় এবং চিকিৎসকদের পক্ষ থেকে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সময়সীমা আগামী সোমবার রাতে শেষ হবে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ জন্য একটি মেডিকেল বোর্ড রোগীর বিস্তারিত কেস সামারি প্রস্তুত করেছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণে সম্মত হলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। চিকিৎসায় যুক্ত চিকিৎসকরা জানান, রোববার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমে থাকার প্রমাণ পাওয়া গেছে, পাশাপাশি অক্সিজেনের ঘাটতির লক্ষণও দেখা গেছে, যা মস্তিষ্কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার চিহ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে হাদির মস্তিষ্কের অবস্থা এখনো জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা আরও জানান, হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে তার শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় চার লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে তার শরীরের ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল হলেই সেই উদ্যোগ নেওয়া হবে।

৩ মিনিট আগে
হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, কোনো তথ্য নেই : ডিএমপি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোনো নিশ্চিত তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।   রোববার (১৪ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ ঘটনায় ‘টার্গেট কিলিং’-এর সম্ভাবনা নেই। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান। এর আগে সকালে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে পুলিশ। মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে পল্টন থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে হামলায় সরাসরি অংশ নেওয়া দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কি না সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। এদিকে এক অনুসন্ধানী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, হামলার সঙ্গে অভিযুক্ত সাবেক এক ছাত্রসংগঠনের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। বর্তমানে তারা আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়। পোস্টে আরও দাবি করা হয়, ভারতে অবস্থানকালে তাদের সহায়তা করছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক নেতার ব্যক্তিগত সহকারী। তার তত্ত্বাবধানেই তারা সেখানে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং একই ধরনের আরও হামলার জন্য একাধিক হিট টিম প্রস্তুত থাকার চেষ্টা করছে।

৫ মিনিট আগে
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিম বাতাসের প্রভাবে সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েক দিন ধরেই তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও এখনো ঘন কুয়াশার তেমন দেখা মেলেনি। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ উঠলেও শীতের দাপট কমছে না।   এ অবস্থায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ ডিসেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানানো হয়েছে। এ দিনও ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

৬ মিনিট আগে
হাদির সিটি স্ক্যানের পর যে তথ্য জানালেন চিকিৎসক

সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।   রোববার (১৪ ডিসেম্বর) সকালে তার নতুন করে সিটি স্ক্যান করা হয়। এতে তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতির তথ্য পাওয়া গেছে। হাদির চিকিৎসায় সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের এক সদস্য জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বলেন, পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে কিডনির কার্যক্ষমতাও বন্ধ হয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে তা কিছুটা ফিরে এসেছে। এছাড়া গুলিটি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে প্রবেশ করেছে। চিকিৎসক আরও জানান, খুব কাছ থেকে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে হাদিকে গুলি করা হয়েছে। গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়ে অতিক্রম করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলির বড় অংশ অপসারণ করা সম্ভব হলেও স্প্লিন্টারের কিছু অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি এবং রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে। মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত দিলে বিদেশে নেওয়া হবে কি না, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে তার চিকিৎসাসংক্রান্ত কেস সামারি বিদেশে পাঠানো হয়েছে।

৮ মিনিট আগে
ছবি : সংগৃহীত
সর্বশেষ
হাদির সিটি স্ক্যানের পর যে তথ্য জানালেন চিকিৎসক

সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।   রোববার (১৪ ডিসেম্বর) সকালে তার নতুন করে সিটি স্ক্যান করা হয়। এতে তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতির তথ্য পাওয়া গেছে। হাদির চিকিৎসায় সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের এক সদস্য জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বলেন, পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে কিডনির কার্যক্ষমতাও বন্ধ হয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে তা কিছুটা ফিরে এসেছে। এছাড়া গুলিটি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে প্রবেশ করেছে। চিকিৎসক আরও জানান, খুব কাছ থেকে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে হাদিকে গুলি করা হয়েছে। গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়ে অতিক্রম করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলির বড় অংশ অপসারণ করা সম্ভব হলেও স্প্লিন্টারের কিছু অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি এবং রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে। মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত দিলে বিদেশে নেওয়া হবে কি না, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে তার চিকিৎসাসংক্রান্ত কেস সামারি বিদেশে পাঠানো হয়েছে।

মো: দেলোয়ার হোসাইন ডিসেম্বর ১৪, ২০২৫ 0
ছবি : সংগৃহীত
হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, কোনো তথ্য নেই : ডিএমপি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোনো নিশ্চিত তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।   রোববার (১৪ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ ঘটনায় ‘টার্গেট কিলিং’-এর সম্ভাবনা নেই। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান। এর আগে সকালে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে পুলিশ। মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে পল্টন থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে হামলায় সরাসরি অংশ নেওয়া দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কি না সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। এদিকে এক অনুসন্ধানী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, হামলার সঙ্গে অভিযুক্ত সাবেক এক ছাত্রসংগঠনের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। বর্তমানে তারা আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়। পোস্টে আরও দাবি করা হয়, ভারতে অবস্থানকালে তাদের সহায়তা করছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক নেতার ব্যক্তিগত সহকারী। তার তত্ত্বাবধানেই তারা সেখানে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং একই ধরনের আরও হামলার জন্য একাধিক হিট টিম প্রস্তুত থাকার চেষ্টা করছে।

ছবি : সংগৃহীত
হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা চলছে

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সম্ভাবনা রয়েছে।   রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তার চিকিৎসায় যুক্ত ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের এক সদস্য এ তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় এবং চিকিৎসকদের পক্ষ থেকে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সময়সীমা আগামী সোমবার রাতে শেষ হবে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ জন্য একটি মেডিকেল বোর্ড রোগীর বিস্তারিত কেস সামারি প্রস্তুত করেছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণে সম্মত হলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। চিকিৎসায় যুক্ত চিকিৎসকরা জানান, রোববার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমে থাকার প্রমাণ পাওয়া গেছে, পাশাপাশি অক্সিজেনের ঘাটতির লক্ষণও দেখা গেছে, যা মস্তিষ্কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার চিহ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে হাদির মস্তিষ্কের অবস্থা এখনো জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা আরও জানান, হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে তার শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় চার লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে তার শরীরের ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল হলেই সেই উদ্যোগ নেওয়া হবে।


শিশু সাজিদ। ছবি : সংগৃহীত
নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে লিগ্যাল নোটিশ

বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ নোটিশ পাঠান। এতে অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিশু সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।   রোববার (১৪ ডিসেম্বর) অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ লিগ্যাল নোটিশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব নলকূপ যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে আরও বলা হয়, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘন হয়েছে। এ কারণে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ পরিচালনা, রাষ্ট্রীয় ব্যয়ে সেগুলো সিলগালা/ভরাট বা স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (এসওপি) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে বলেও লিগ্যাল নোটিশে জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত একজন

রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিরপুরে একজন আহত হয়েছেন।   শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতে থাকা এক দোকানি সামান্য আহত হন। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ এলাকার একটি পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনাতেও কেউ আহত হয়নি।   পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছবি: সংগৃহীত
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের একেবারে প্রাক্কালে ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ইতিহাসের অন্যতম নৃশংস ও জঘন্য হত্যাযজ্ঞ চালায়। তাদের স্থানীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়।   পাকিস্তানি বাহিনীর নীলনকশা অনুযায়ী বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই এই সুপরিকল্পিত বুদ্ধিজীবী নিধনের ছক কষা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণীতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর, ১৬ ডিসেম্বর, জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। দিবসটি উপলক্ষে আজ জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে একাত্তরে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।   এ ছাড়া সকাল থেকেই রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে। জেলা ও উপজেলা পর্যায়েও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

ছবি : সংগৃহীত
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিম বাতাসের প্রভাবে সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েক দিন ধরেই তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও এখনো ঘন কুয়াশার তেমন দেখা মেলেনি। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ উঠলেও শীতের দাপট কমছে না।   এ অবস্থায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ ডিসেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানানো হয়েছে। এ দিনও ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

নিউজ ক্লিপস

খেলাধুলা

  • অন্যান্য খেলা
  • হকি
  • ফুটবল
  • ক্রিকেট

জনপ্রিয় সংবাদ

মতামত

আন্তর্জাতিক

আরও দেখুন
ছবি: সংগৃহীত
ট্রাম্পের ৫ জোট পরিকল্পনা: রাশিয়া-চীনকে কেন্দ্র করে নতুন 'সুপারক্লাব'
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৩, ২০২৫ 0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনকে কেন্দ্র করে নতুন ‘সুপারক্লাব’ বা কোর-৫ জোট গঠনের পরিকল্পনা করছেন। এতে ভারত ও জাপানও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।   সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, হোয়াইট হাউস সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে এই জোটের ইঙ্গিত পাওয়া গেছে। এ পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইছে, 'জি-৭' বা অন্যান্য ঐতিহ্যবাহী জোটকে এড়িয়ে গিয়ে শক্তিশালী দেশগুলোর সঙ্গে সরাসরি অংশীদারিত্ব গড়ে তোলা।   প্রস্তাবিত কোর-৫ জোটের প্রথম বিষয় হবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা—বিশেষ করে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ। তবে হোয়াইট হাউস এই নথির অস্তিত্ব অস্বীকার করেছে।   যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, কোর-৫ জোটের ধারণা ট্রাম্পের নিজস্ব আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তা টরি টসিগ বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী খেলোয়াড়দের সঙ্গে সহযোগিতার প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।   যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, আন্তর্জাতিক পর্যালোচকরা বলছেন—'কোর-৫' জোটের ধারণা ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক কৌশলের একটি শক্তিশালী ইঙ্গিত বহন করছে।

ছবি: সংগৃহীত
শান্তি বেশি দূরে নয়: পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৩, ২০২৫ 0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।    এরদোয়ান আশা প্রকাশ করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন খুব দূরে নয়। শুক্রবার (১২ ডিসেম্বর) তুর্কমেনিস্তানে পুতিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, 'শান্তি খুব দূরে নয়; আমরা তা দেখতে পাচ্ছি'।   তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ‘'ব্যাপক শান্তি প্রচেষ্টা’' মূল্যায়ন করা হচ্ছে। এরদোয়ান ইউক্রেন শান্তি প্রচেষ্টায় তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।   বৈঠকে পুতিনকে এরদোয়ান বলেছেন, জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য উপকারী হতে পারে। তিনি বলেন, কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা উচিত নয়। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি, যা রাশিয়া ও ইউক্রেন—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।

ছবি: সংগৃহীত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু, ১ মিলিয়ন ডলারে দ্রুত নাগরিকত্ব
মো: দেলোয়ার হোসাইন ডিসেম্বর ১৩, ২০২৫ 0

বছরের শুরুতে ঘোষিত এই গোল্ড কার্ড প্রকল্পে বলা হয়েছে, ট্রাম্প গোল্ড কার্ড পেতে আবেদনকারীকে প্রথমে ১০ লাখ ডলার ফি দিতে হবে। এই অর্থ প্রমাণ করবে যে, আবেদনকারী যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুবিধা নিয়ে আসবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করলেন নতুন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প, যার মাধ্যমে কমপক্ষে ১০ লাখ ডলার (প্রায় সাড়ে ৭ লাখ পাউন্ড) পরিশোধকারী বিদেশীরা দ্রুততম সময়ে মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ পেতে পারেন। খবর রয়টার্স। ট্রাম্প বলেন, এই কার্ড ‘যোগ্য ও যাচাইকৃত’ আবেদনকারীদের জন্য সরাসরি নাগরিকত্বের পথ তৈরি করবে এবং এতে মার্কিন কোম্পানিগুলো ‘তাদের অমূল্য প্রতিভা’ ধরে রাখতে সক্ষম হবে।   বছরের শুরুতে ঘোষিত এই গোল্ড কার্ড প্রকল্পে বলা হয়েছে, ট্রাম্প গোল্ড কার্ড পেতে আবেদনকারীকে প্রথমে ১০ লাখ ডলার ফি দিতে হবে। এই অর্থ প্রমাণ করবে যে, আবেদনকারী যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুবিধা নিয়ে আসবেন। যেসব ব্যবসা প্রতিষ্ঠান বিদেশী কর্মীদের স্পনসর করবে তাদের ২০ লাখ ডলার দিতে হবে, এর পাশাপাশি আরো অন্যান্য ফি প্রযোজ্য হবে। আরো বিশেষ কর সুবিধা সম্বলিত 'প্ল্যাটিনাম' কার্ডও শিগগিরই আসছে, যার মূল্য হবে ৫০ লাখ ডলার। আবেদন পর্যালোচনার আগেই সবাইকে ১৫ হাজার ডলার অফেরতযোগ্য প্রক্রিয়াকরণ ফি জমা দিতে হবে। ঘোষণার পর থেকেই প্রকল্পটি সমালোচিত হচ্ছে। ডেমোক্র্যাট নেতারা বলছেন, এই পরিকল্পনা ধনীদের পক্ষপাতী এবং সাধারণ অভিবাসীদের জন্য বৈষম্যমূলক। ট্রাম্প অবশ্য বলেছেন, গোল্ড কার্ড গ্রিন কার্ডের মতোই দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দেয়, তবে এটি মূলত ‘উচ্চ দক্ষতা ও উৎপাদনশীল’ ব্যক্তিদের লক্ষ্য করে তৈরি। তার বক্তব্য, ‘যারা ৫ মিলিয়ন ডলার দিতে পারে, তারা চাকরি তৈরি করবে। এটি দারুণ বিক্রি হবে, একেবারে সস্তা।   অন্যদিকে, প্রশাসন এরইমধ্যে ব্যাপক অভিবাসন দমন অভিযান চালাচ্ছে। কর্মক্ষেত্র ভিসার ফি বৃদ্ধি, অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কার, ও বাইডেন আমলে মঞ্জুর হওয়া হাজারো আশ্রয় আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত তারই অংশ। এছাড়া ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের। গত সেপ্টেম্বর ট্রাম্প দক্ষ বিদেশী কর্মীদের জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদনে ১ লাখ ডলার ফি আরোপ করেন, যা যুক্তরাষ্ট্রে থাকা বিদেশী শিক্ষার্থী ও প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করে। পরে হোয়াইট হাউস জানায়, এই ফি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাইরে থাকা নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

ছবি: সংগৃহীত
ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশীসহ লাখো মুসলিম
মো: দেলোয়ার হোসাইন ডিসেম্বর ১৩, ২০২৫ 0

ব্রিটেনে বসবাসকারী প্রায় ৯০ লাখ মুসলিম নাগরিক নাগরিকত্ব হারানোর বড় ঝুঁকিতে রয়েছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক থাকা নাগরিকদের ব্যাপারে এমন সতর্কতা দিয়েছে নতুন একটি গবেষণা প্রতিবেদন। খবর মিডল ইস্ট আই।   বৃহস্পতিবার প্রকাশিত রানিমিড ট্রাস্ট ও মানবাধিকার সংস্থা রিপ্রিভের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান আইনের আওতায় যুক্তরাজ্যের প্রায় ৯০ লাখ মানুষ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে নাগরিকত্ব হারাতে পারেন। এর বড় অংশই মুসলিম। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছাধীন এই ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত সংযোগ থাকা নাগরিকদের ওপর অসম প্রভাব ফেলছে। প্রতিবেদন অনুযায়ী, ভারত, পাকিস্তান ও বাংলাদেশী বংশোদ্ভূতরা ছাড়াও সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক থাকা জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এতে একটি ‘জাতিগতভাবে বৈষম্যমূলক নাগরিকত্ব ব্যবস্থা’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন গবেষকরা। বিশ্লেষণে দেখা গেছে, এই ক্ষমতাটি জাতিগত ভিত্তিতে বৈষম্য তৈরি করেছে। অ-শ্বেতাঙ্গ নাগরিকদের মধ্যে তিন-পঞ্চমাংশ (৬০ শতাংশ) ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন। অন্যদিকে, শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে প্রতি ২০ জনে মাত্র একজন (৫ শতাংশ) একই ঝুঁকির সম্মুখীন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, অ-শ্বেতাঙ্গ ব্যক্তিরা তাদের শ্বেতাঙ্গ সমকক্ষদের তুলনায় ১২ গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন। প্রতিবেদন অনুসারে, ভারতীয় বংশোদ্ভূত প্রায় ৯ লাখ ৮৪ হাজার, পাকিস্তানী বংশোদ্ভূত ৬ লাখ ৭৯ হাজার, বাংলাদেশীসহ ঝুঁকিতে থাকা ৩৩ লাখ এশীয় ব্রিটিশ সবচেয়ে বেশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে আছেন।   সংস্থাগুলোর দাবি, সন্ত্রাসবিরোধী আইনের নামে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা গত দুই দশকে ব্যাপকভাবে বেড়েছে এবং এর প্রভাব প্রধানত মুসলিম সম্প্রদায়ের ওপর পড়ছে। তারা নাগরিকত্ব বাতিলের ক্ষমতা স্থগিত ও আইন সংস্কারের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আমাদের অনুসরণ করুন

ট্রেন্ডিং

হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

অক্টোবর ২২, ২০২৫
বিনোদন
অন্যান্য
সর্বশেষ
জাতীয়

অর্থনীতি
সারাদেশ
টেলিকম ও প্রযুক্তি
প্রবাসী