নাইজার খুলে দিল তাদের আকাশসীমা

0
102

খবর ৭১ ডেস্ক: আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ নাইজার। আফ্রিকার দেশগুলোর জোট তাদের ওপর আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় গত ২৬ জুলাই দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল দেশটির সেনারা।
সোমবার দেশের সেনা সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বিমানের জন্য আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বিমান নাইজার বিমানবন্দরে নামতে পারবে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
২৬ জুলাই ক্ষমতা দখলের পর ২ আগস্ট পর্যন্ত নাইজারের আকাশসীমা বন্ধ ছিল। ২ আগস্ট সাময়িক সময়ের জন্য আকাশসীমা খুললেও ফের তা ৬ আগস্ট বন্ধ করে দেওয়া হয়। ওই সময়েই পশ্চিম আফ্রিকার জোট ইকোয়াস নাইজারে সেনা পাঠানোর হুমকি দিয়েছিল। এরপর আর আকাশসীমা খোলা হয়নি।
সোমবার নতুন ঘোষণা দেওয়া হয়েছে।
১২ লাখ ৭০ হাজার বর্গকিলোমিটার আয়তনের নাইজারের আকাশসীমা আফ্রিকা মহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধিকাংশ আফ্রিকান বিমান নাইজারের আকাশসীমা ব্যবহার করে। ইউরোপগামী ফ্লাইটগুলোকেও নাইজারের আকাশসীমা ব্যবহার করতে হয়। আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সব বিমানকেই ঘুরপথে এত দিন যাতায়াত করতে হচ্ছিল।
বিশেষজ্ঞদের বক্তব্য, পশ্চিম আফ্রিকার ব্লকের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে নতুন সেনা সরকার। তার পরেই আকাশসীমা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাইজারের বর্তমান সেনা সরকারের প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ‘ইকোয়াসের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। কখনোই যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়নি। আপাতত একটি সমঝোতাসূত্রেও পৌঁছানো গেছে।’ তবে ঠিক কী সমঝোতা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, নাইজারের জান্তা ৯ মাসের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আবার নাগরিক সরকারের হাতে তুলে দেবে। এই সমঝোতায়ই আপাতত সেখানে সেনা পাঠানো হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here