রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মনোযোগ ও সহযোগিতা কামনা করেছি

0
217

খনর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের জাতিসংঘের অধিবেশনে গিয়ে বেশ কয়েকটি দ্বিপাক্ষীক বৈঠক হয়েছে। এ সকল দ্বিপাক্ষীক বৈঠকে অংশ নিয়ে আমি পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিষয়ে মনোযোগ ও সহযোগিতা কামনা করি।

সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে সোমবার বিকাল ৪টায় গণভবনে শুরু হওয়া সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মূল বিষয়গুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল। বিশেষত কোভিড ১৯ টিকার সার্বজনীন প্রাপ্যতা। মহামারী থেকে টেকসই পুনঃউদ্ধার সংক্রান্ত শীর্ষ সভায়সমূহে বাংলাদেশের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here