সর্বশেষ

সর্বশেষ সংবাদ
প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই। প্রয়োজনে নির্বাচনী আচরণবিধি সংযোজন বা বিয়োজন করা হবে। তবে এ বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়নি।   বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।   তিনি বলেন, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির সঙ্গে সমঝোতা হয়েছে। তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবে। দলটির নেতৃত্বে থাকবে আইভার্স ইজাবস। মোট ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবেন।   ইসি সচিব আরও বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী পর্যবেক্ষক দলটিকে সুবিধা দেয়া হবে। তবে তাদের প্রটোকল মানতে হবে। এ সময়  কিছু ইকুইপমেন্ট তারা নিয়ে আসবেন বলেও জানান তিনি।   প্রসঙ্গত, ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর গত সোমবার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নীতিমালা জারি করে সরকার।   লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা হিসেবে এতে বলা হয়, সরকার কর্তৃক স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকলে তাদের অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। এক্ষেত্রে ব্যক্তিগত আয়কর প্রদান শিথিল করা হবে।

১ মিনিট আগে
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে ৫ শতাধিক গুম-হত্যার তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০ শতাধিক ব্যক্তিকে বিচারবর্হিভূতভাবে গুম ও হত্যার তথ্য-প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর মধ্যে থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যার তিনটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।   আগামী রোববার (২১ ডিসেম্বর) এই অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।    অভিযোগ তিনটি হলো, গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে ৫০ জনকে হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যা। শুনানিতে কীভাবে গুম করে হত্যা করা হতো, সেই নৃশংস বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।   গ্রাফিক্স: এআই জেনারেটেড     তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমদসহ বহু ব্যক্তিকে গুম ও হত্যার তথ্য মিলেছে। এসব অভিযোগের তদন্ত চলছে। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে আওয়ামী লীগের আমলে তাকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

৩ মিনিট আগে
খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য 'প্রধান নিরাপত্তা কর্মকর্তা' নিয়োগ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।   বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামকে 'প্রধান নিরাপত্তা কর্মকর্তা' হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।   প্রসঙ্গত, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এর আগে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর পদে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।   এদিকে দীর্ঘ প্রায় সতেরো বছর পর আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্হায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব একথা জানান। 

৪ মিনিট আগে
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নছিহত করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।   বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।   পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। আগে থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সেখানে নতুন মাত্রা যোগ হলো কি না তা বলা কঠিন। ভারতে বাংলাদেশ মিশন ছোট করার কোন কথা এখনো ভাবছে না সরকার। তবে প্রয়োজনে মিশন ছোট করা হবে।   তিনি আরও বলেন, তারেক রহমান গতকাল রাত পর্যন্ত বাংলাদেশে আসার জন‍্য কোন ট্রাভেল পাস বা ডকুমেন্ট চান নি বলেও জানান তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহ পদত্যাগের যে দাবি তুলেছেন তা কোনোভাবেই সরকারের অবস্থান নয় বলেও মন্তব্য করেন তিনি।

৮ মিনিট আগে
ছবি: সংগৃহীত
জাতীয়
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নছিহত করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।   বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।   পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। আগে থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সেখানে নতুন মাত্রা যোগ হলো কি না তা বলা কঠিন। ভারতে বাংলাদেশ মিশন ছোট করার কোন কথা এখনো ভাবছে না সরকার। তবে প্রয়োজনে মিশন ছোট করা হবে।   তিনি আরও বলেন, তারেক রহমান গতকাল রাত পর্যন্ত বাংলাদেশে আসার জন‍্য কোন ট্রাভেল পাস বা ডকুমেন্ট চান নি বলেও জানান তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহ পদত্যাগের যে দাবি তুলেছেন তা কোনোভাবেই সরকারের অবস্থান নয় বলেও মন্তব্য করেন তিনি।

আক্তারুজ্জামান ডিসেম্বর ১৭, ২০২৫ 0
ছবি : সংগৃহীত
পুরান ঢাকায় ভয়াবহ আগুন

পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।   বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫০ মিনিটে। বর্তমানে লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশীর ২টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। তবে আগুন লাগার তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি।

ছবি: সংগৃহীত
‘সেভেন সিস্টার্স’ মন্তব্যে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ভারতের দাবি, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) এক নেতা প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন। ওই নেতা হুমকি দিয়ে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—যেগুলো ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত; সেগুলো ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এ মন্তব্যকে উসকানিমূলক ও অগ্রহণযোগ্য বলে মনে করছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট তৈরির ঘোষণাসহ কিছু চরমপন্থি তৎপরতার বিষয়টি বাংলাদেশি হাইকমিশনারকে জানানো হয়েছে। এসব ঘটনায় ভারতের উদ্বেগ স্পষ্ট করা হয়। ভারত আরও অভিযোগ করেছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনার বিষয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এখনো যথাযথ তদন্ত করেনি কিংবা ভারতকে পর্যাপ্ত তথ্য দেয়নি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বহু উন্নয়ন ও জনগণের মধ্যে সম্পর্কের মাধ্যমে গড়ে উঠেছে। ভারত বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এদিকে ‘সেভেন সিস্টার্স’ মন্তব্যকারী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এক সমাবেশে ওই বক্তব্য দেন। বাংলাদেশে বিজয় দিবস উদযাপনের সময়ে এ মন্তব্য করেন তিনি।  ভারত এসব অভিযোগ ও বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা।   এ পরিস্থিতিতে ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে চলাচলের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।    তথ্যসূত্র : এনডিটিভি


ছবি: সংগৃহীত
২০২৫ সালে বিশ্বে কয়লার চাহিদা রেকর্ডে পৌঁছাতে পারে : আইইএ

২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার ব্যবহার রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বুধবার প্রকাশিত আইইএর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এ বছর কয়লার চাহিদা ০.৫ শতাংশ বেড়ে প্রায় ৮.৮৫ বিলিয়ন টনে পৌঁছাবে। শিল্প খাত চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নীতিগত সহায়তাও এ বৃদ্ধির একটি কারণ। আইইএ জানায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ফলে চীন ও ভারত বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়াচ্ছে। তবে চীনে চাহিদা মোটামুটি স্থিতিশীল থাকলেও ভারতে সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়লা মানবসৃষ্ট কার্বন ডাই অক্সাইড নিঃসরণের প্রধান উৎস হলেও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ায় দশকের শেষ দিকে এর চাহিদা ধীরে ধীরে কমতে পারে। আইইএ আরও জানায়, ভারতে ভালো বর্ষার কারণে জলবিদ্যুৎ উৎপাদন বেড়েছে, ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবহার কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি ও সরকারি নীতিগত সহায়তার কারণে কয়লার চাহিদা আবারও বাড়ছে।

ছবি: সংগৃহীত
প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই। প্রয়োজনে নির্বাচনী আচরণবিধি সংযোজন বা বিয়োজন করা হবে। তবে এ বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়নি।   বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।   তিনি বলেন, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির সঙ্গে সমঝোতা হয়েছে। তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবে। দলটির নেতৃত্বে থাকবে আইভার্স ইজাবস। মোট ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবেন।   ইসি সচিব আরও বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী পর্যবেক্ষক দলটিকে সুবিধা দেয়া হবে। তবে তাদের প্রটোকল মানতে হবে। এ সময়  কিছু ইকুইপমেন্ট তারা নিয়ে আসবেন বলেও জানান তিনি।   প্রসঙ্গত, ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর গত সোমবার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নীতিমালা জারি করে সরকার।   লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা হিসেবে এতে বলা হয়, সরকার কর্তৃক স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকলে তাদের অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। এক্ষেত্রে ব্যক্তিগত আয়কর প্রদান শিথিল করা হবে।

ছবি: সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে ৫ শতাধিক গুম-হত্যার তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০ শতাধিক ব্যক্তিকে বিচারবর্হিভূতভাবে গুম ও হত্যার তথ্য-প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর মধ্যে থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যার তিনটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।   আগামী রোববার (২১ ডিসেম্বর) এই অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।    অভিযোগ তিনটি হলো, গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে ৫০ জনকে হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যা। শুনানিতে কীভাবে গুম করে হত্যা করা হতো, সেই নৃশংস বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।   গ্রাফিক্স: এআই জেনারেটেড     তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমদসহ বহু ব্যক্তিকে গুম ও হত্যার তথ্য মিলেছে। এসব অভিযোগের তদন্ত চলছে। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে আওয়ামী লীগের আমলে তাকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

ছবি: সংগৃহীত
প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ছাড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৬ জন ছাড়িয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৭ হাজার ৩৫৯ জন এবং মহিলা ভোটার ২৭ হাজার ৬৬৫ জন।   নিবন্ধিতদের মধ্যে ৬ হাজার ৬০৮ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আর ৪ লাখ ৩৮ হাজার ৪১৮ জনের নিবন্ধন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এবার প্রথমবারের মতো ভোট গ্রহণে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। ভোট দিতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধনকারীদের ঠিকানায় ভোটের ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট পূরণ করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। নিবন্ধন বর্তমানে ৫০টিরও বেশি দেশে চলছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল, হংকং, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, পেরু, গাম্বিয়া সহ অন্যান্য দেশগুলো রয়েছে। ইসি জানিয়েছে, পূর্ববর্তী পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর ছিল না। তাই এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নেওয়া হয়েছে। প্রবাসীরা ইতিমধ্যেই ভালো সাড়া দিয়েছেন। আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতদের অংশগ্রহণের আগ্রহ নিবন্ধনের সময় বোঝা যাবে।   আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করেছে ইসি। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজ ক্লিপস

খেলাধুলা

  • অন্যান্য খেলা
  • হকি
  • ফুটবল
  • ক্রিকেট

জনপ্রিয় সংবাদ

মতামত

আন্তর্জাতিক

আরও দেখুন
ছবি: সংগৃহীত
ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বাড়াল যুক্তরাষ্ট্র
মো: দেলোয়ার হোসাইন ডিসেম্বর ১৭, ২০২৫ 0

ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা আরও সম্প্রসারণ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পাঁচটি নতুন দেশকে পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এবং আরও কয়েকটি দেশের নাগরিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞা ও প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।   নতুন করে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় যুক্ত হওয়া দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। এর আগে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ১২টি দেশ ছিল। এছাড়া আংশিক নিষেধাজ্ঞা ও প্রবেশ সীমাবদ্ধতার আওতায় আনা হয়েছে আরও ১৫টি দেশের নাগরিকদের। দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, কোট দিভোয়ার, ডমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, মালাউই, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি বহনকারীদের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত আবেদন স্থগিত করে। এসব আবেদনের মধ্যে গ্রিনকার্ড ও নাগরিকত্বের আবেদনও রয়েছে। ওই তালিকায় আফগানিস্তান, ইরান, ইয়েমেন, হাইতি, ভেনিজুয়েলা, সুদান ও সোমালিয়ার মতো দেশ রয়েছে।   নতুন এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসন আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।   সূত্র : শাফাক নিউজ

ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন
মো: দেলোয়ার হোসাইন ডিসেম্বর ১৭, ২০২৫ 0

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস, জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।   দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ১৯৭৫ সালের চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। এসময় ১১ জন বাংলাদেশি ইপিএস কর্মী এবং ১০টি কোরিয়ান কোম্পানিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল প্রবাসীদের কল্যাণ, বৈধ রেমিট্যান্স প্রেরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি প্রবাসীদের মধ্যে ভোটার নিবন্ধন এবং জাতীয় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।   উৎসবমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খাবারের সমন্বয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়, যেখানে প্রবাসীরা দেশপ্রেম ও আনন্দ উদ্দীপনা প্রকাশ করেন

ছবি: সংগৃহীত
ভারতের মুদ্রা রুপির দাম নতুন রেকর্ডে নেমেছে
মো: দেলোয়ার হোসাইন ডিসেম্বর ১৭, ২০২৫ 0

ভারতের মুদ্রা রুপির দাম ডলারের তুলনায় নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার সকালে প্রতি ডলারের বিপরীতে ৯০.৮৩ রুপি লেনদেন হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, রূপি শিগগিরই ৯১ ছাড়িয়ে যেতে পারে।   মূলত ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগের চলে যাওয়া এবং বাণিজ্যচুক্তি সংক্রান্ত অনিশ্চয়তার কারণে রূপি দরপতন হচ্ছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে চাইছেন, আর বাজারে ডলারের চাহিদা বাড়ায় রূপির দাম নিম্নমুখী হচ্ছে। তবে ভারতের অর্থনীতি সামগ্রিকভাবে শক্তিশালী অবস্থায় রয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮.২ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি বর্তমানে ১ শতাংশের নিচে, অক্টোবরে ০.২৫ শতাংশ এবং নভেম্বর মাসে ০.৭১ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার মান কয়েক মাস ধরে স্থিতিশীল রয়েছে। ডলারের দর ১২২ টাকার কিছুটা ওপরে, যা ১২৩ টাকার মধ্যে সীমাবদ্ধ। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতি ডলারের বিপরীতে রূপির দাম ছিল ৮৪–৮৫।

ছবি: সংগৃহীত
মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৬, ২০২৫ 0

মেক্সিকোয় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (১৫ ডিসেম্বর) দেশটির আকাপুলকো থেকে রওয়ানা দিয়েছিলো বিমানটি। গন্তব্য ছিল মধ্যাঞ্চলীয় টলুকা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।    মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ জানান, দুর্ঘটনাটি ঘটেছে সান মাতেও আতেনকো অঞ্চলে, যা টলুকা বিমানবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে।   বিমানটি আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল। মোট আটজন যাত্রী এবং দুইজন ক্রু অবস্থান করছিলেন বিমানটিতে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণ চেষ্টা করছিল, কিন্তু পাশের একটি কারখানার ছাদে আঘাত লাগায় আগুন ধরে যায় বিমানটিতে।    স্থানীয় মেয়র আনা মুনিজ জানান, দুর্ঘটনার কারণে প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এছাড়াও সাধারণ নাগরিকদের ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের অনুসরণ করুন

ট্রেন্ডিং

হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

অক্টোবর ২২, ২০২৫
বিনোদন
অন্যান্য
সর্বশেষ
জাতীয়

অর্থনীতি
সারাদেশ
টেলিকম ও প্রযুক্তি
প্রবাসী