সর্বশেষ

সর্বশেষ সংবাদ
সাবেক নৌ প্রতিমন্ত্রী ও মেয়রের বাসভবনে আগুন

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সাবেক মেয়র আসলাম এবং সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।   শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার গ্রামে খালিদ মাহমুদ চৌধুরী ও আসলামের বাড়িতে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। একই সময়ে সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়ির একটি ঘরেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি মন্তব্যকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।   দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ জানান, রাত ৮টা ২০ মিনিটে খবর পাওয়ার পর সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

৪ ঘন্টা আগে
২২ বছর পর ভারতের বিপক্ষে ম্যাচে বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

গত ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে শুরু হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১ হাজার ২৫০ ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা। গত বুধবার (১৭ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি। একই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও ১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।   নির্দিষ্ট সময়ের ভেতর এই অপরাধ ২ বার করায় বাংলাদেশের জরিমানার অঙ্ক বেশি ধরা হয়েছে। জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও উন্মাদনার কমতি ছিল না। ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। একমাত্র জয়সূচক গোলটি আসে ম্যাচের প্রথমার্ধে শেখ মোরসালিনের পা থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে সময়মতো খেলা মাঠে গড়াতে পারেননি রেফারি। একই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও এক হাজার ডলার জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের ভেতর এই অপরাধ দুবার করায় বাংলাদেশের জরিমানার অঙ্ক বেশি ধরা হয়েছে। এর আগে গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দুই মিনিট বিলম্ব হওয়ায় দেড় হাজার ডলার জরিমানা করা হয়।   এএফসির শৃঙ্খলা নীতিমালার ১১.৩ ধারা অনুযায়ী, ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে দুই ফেডারেশনের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুর ইতোমধ্যে ১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। ৫ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান তিনে।

৪ ঘন্টা আগে
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পাওয়া অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় পৌঁছাতে পারেন। তার দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রস্তুতি চলমান রয়েছে বলে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।   গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। পরে অক্টোবরে সিনেটের শুনানি শেষে তার মনোনয়ন অনুমোদিত হয়। সিনেটের অনুমোদন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পেয়ে তিনি সম্মানিত এবং এ জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ধারণা, দেশে বিরাজমান অস্থির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নতুন রাষ্ট্রদূত পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশকে সহায়তা করতে সক্ষম হবেন। এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, যিনি ২০২২ সালের মার্চে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই বছর চার মাস দায়িত্ব পালনের পর গত বছরের ২২ জুলাই ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার বিদায়ের পর চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর র‌্যাংকের সদস্য। তিনি এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। তার অন্যান্য দায়িত্বস্থলের মধ্যে রয়েছে ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। সিনেটের শুনানিতে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার, রোহিঙ্গা সংকট, আসন্ন জাতীয় নির্বাচন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে পাশে থাকবে এবং বাণিজ্য বাধা কমিয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। দূতাবাসের ওই সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার হয় এবং মানবাধিকার সুরক্ষিত থাকে। একই সঙ্গে র‌্যাডিক্যাল উপাদানগুলোর উত্থান বা দেশের অস্থিরতা যুক্তরাষ্ট্র চায় না। এ কারণে নতুন রাষ্ট্রদূতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ, আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানো এবং অনিয়মের ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারে।   সূত্রটি আরও জানায়, নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট এবং চলমান প্রতিহিংসামূলক রাজনীতির বিষয়গুলো নিয়েও কাজ করতে পারেন।

৪ ঘন্টা আগে
হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য: চিকিৎসককে সাময়িক অব্যাহতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।   শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভুঁইয়ার স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে এই অব্যাহতি দেওয়া হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক (মেডিসিন বিভাগ) পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল পদ থেকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সংগঠনের চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেলের স্বাক্ষরিত এক শোকজ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে দেওয়া আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে তাকে বিডিএফের সেক্রেটারি জেনারেল পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার মৃত্যুর পর এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের ফেসবুক আইডি থেকে হাদিকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই ডা. তাজিন আফরোজের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে ডা. তাজিন আফরোজ শাহ দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। পরে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার আইডি হ্যাক হওয়ার সময় অপরিচিত ব্যক্তিরা তার নামে টাকাপয়সা দাবি করেছে এবং শহীদ ওসমান হাদিকে নিয়ে জঘন্য মন্তব্য ছড়িয়েছে। তিনি এসব মন্তব্যকে নিন্দনীয় উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, তিনি দীর্ঘদিন ফেসবুকে তেমন সক্রিয় নন এবং ১৬ ডিসেম্বর সর্বশেষ একটি দেশাত্মবোধক গান পোস্ট করেছিলেন। এরপরই তার আইডি হ্যাক হয় এবং দুই থেকে তিন দিনের চেষ্টায় তিনি আইডিটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।   তিনি আরও বলেন, তার আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী ও সহকর্মীরা জানেন যে শহীদ ব্যক্তিকে নিয়ে এ ধরনের বক্তব্য দেওয়া তার পক্ষে কখনো সম্ভব নয়। নিজের অজান্তে তার নামে যেসব আপত্তিকর মন্তব্য ও আর্থিক দাবি করা হয়েছে, সে জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
জাতীয়
হাসিনাকে আশ্রয় দেওয়ার পেছনে মানবিক কারণের কথা জানাল ভারত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত দেওয়ার বিষয়ে ইতোমধ্যে ভারতকে অবহিত করেছে বাংলাদেশ। এ প্রেক্ষাপটে ঢাকার রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত বিষয়গুলো দিল্লির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি।   বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এ বিষয়ে সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে নাও যেতে পারে, তবে তা মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে একদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে ‘মানবিক দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া বলে উল্লেখ করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়েও ঘনিষ্ঠ নজর রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।   উল্লেখ্য, ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক ওই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে, যখন দুই দেশের সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

মো: দেলোয়ার হোসাইন ডিসেম্বর ২০, ২০২৫ 0
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ঘোষণা ভারতের

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।   শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত ওই বিবৃতিতে হাইকমিশনের এক মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্কভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে। এই বাস্তবতার উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় তরুণ নেতা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বাংলাদেশ의 অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে ভারত।

ছবি: সংগৃহীত
হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য: চিকিৎসককে সাময়িক অব্যাহতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।   শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভুঁইয়ার স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে এই অব্যাহতি দেওয়া হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক (মেডিসিন বিভাগ) পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল পদ থেকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সংগঠনের চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেলের স্বাক্ষরিত এক শোকজ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে দেওয়া আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে তাকে বিডিএফের সেক্রেটারি জেনারেল পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার মৃত্যুর পর এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের ফেসবুক আইডি থেকে হাদিকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই ডা. তাজিন আফরোজের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে ডা. তাজিন আফরোজ শাহ দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। পরে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার আইডি হ্যাক হওয়ার সময় অপরিচিত ব্যক্তিরা তার নামে টাকাপয়সা দাবি করেছে এবং শহীদ ওসমান হাদিকে নিয়ে জঘন্য মন্তব্য ছড়িয়েছে। তিনি এসব মন্তব্যকে নিন্দনীয় উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, তিনি দীর্ঘদিন ফেসবুকে তেমন সক্রিয় নন এবং ১৬ ডিসেম্বর সর্বশেষ একটি দেশাত্মবোধক গান পোস্ট করেছিলেন। এরপরই তার আইডি হ্যাক হয় এবং দুই থেকে তিন দিনের চেষ্টায় তিনি আইডিটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।   তিনি আরও বলেন, তার আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী ও সহকর্মীরা জানেন যে শহীদ ব্যক্তিকে নিয়ে এ ধরনের বক্তব্য দেওয়া তার পক্ষে কখনো সম্ভব নয়। নিজের অজান্তে তার নামে যেসব আপত্তিকর মন্তব্য ও আর্থিক দাবি করা হয়েছে, সে জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।


ছবি: সংগৃহীত
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পাওয়া অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় পৌঁছাতে পারেন। তার দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রস্তুতি চলমান রয়েছে বলে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।   গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। পরে অক্টোবরে সিনেটের শুনানি শেষে তার মনোনয়ন অনুমোদিত হয়। সিনেটের অনুমোদন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পেয়ে তিনি সম্মানিত এবং এ জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ধারণা, দেশে বিরাজমান অস্থির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নতুন রাষ্ট্রদূত পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশকে সহায়তা করতে সক্ষম হবেন। এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, যিনি ২০২২ সালের মার্চে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই বছর চার মাস দায়িত্ব পালনের পর গত বছরের ২২ জুলাই ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার বিদায়ের পর চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর র‌্যাংকের সদস্য। তিনি এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। তার অন্যান্য দায়িত্বস্থলের মধ্যে রয়েছে ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। সিনেটের শুনানিতে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার, রোহিঙ্গা সংকট, আসন্ন জাতীয় নির্বাচন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে পাশে থাকবে এবং বাণিজ্য বাধা কমিয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। দূতাবাসের ওই সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার হয় এবং মানবাধিকার সুরক্ষিত থাকে। একই সঙ্গে র‌্যাডিক্যাল উপাদানগুলোর উত্থান বা দেশের অস্থিরতা যুক্তরাষ্ট্র চায় না। এ কারণে নতুন রাষ্ট্রদূতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ, আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানো এবং অনিয়মের ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারে।   সূত্রটি আরও জানায়, নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট এবং চলমান প্রতিহিংসামূলক রাজনীতির বিষয়গুলো নিয়েও কাজ করতে পারেন।

ছবি: সংগৃহীত
সাবেক নৌ প্রতিমন্ত্রী ও মেয়রের বাসভবনে আগুন

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সাবেক মেয়র আসলাম এবং সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।   শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার গ্রামে খালিদ মাহমুদ চৌধুরী ও আসলামের বাড়িতে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। একই সময়ে সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়ির একটি ঘরেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি মন্তব্যকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।   দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ জানান, রাত ৮টা ২০ মিনিটে খবর পাওয়ার পর সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ছবি: সংগৃহীত
বিশ্বশান্তিতে আত্মত্যাগ করা ৬ শান্তিরক্ষীর মরদেহ শনিবার দেশে ফিরছে

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় আনা হবে। দেশে ফেরার পর তাদের জানাজা ও দাফন যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।   সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে শনিবার বেলা সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে। পরে আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং আরও নয়জন আহত হন। আহতদের চিকিৎসা কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চলছে। তাদের কয়েকজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং বাকিরা সবাই শঙ্কামুক্ত বলে জানা গেছে। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ওই হামলাটি ঘটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেসে। ঘটনায় নিহত ছয় শান্তিরক্ষী হলেন— নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। আহত শান্তিরক্ষীরা হলেন— কুষ্টিয়ার বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোছা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান। আহতদের মধ্যে তিনজন নারী শান্তিরক্ষী রয়েছেন। শহীদ শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ নিয়েই তারা মিশনে গিয়েছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে। ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হলেও ১৯৮৮ সালে ইরান-ইরাক মিশনে সামরিক পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে বাংলাদেশের ‘নীল হেলমেট’ যাত্রা শুরু হয়। শান্তিরক্ষা মিশনগুলো প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল জলবায়ু, নিরাপত্তা ঝুঁকি ও সম্পদের স্বল্পতার মতো নানা চ্যালেঞ্জে ভরা। এসব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক সদস্যরা পেশাদারিত্ব, সাহস ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। শুধু সংঘাত প্রতিরোধ নয়, স্থানীয় জনগণের কল্যাণ, পুনর্গঠন ও পুনর্বাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমেও বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এ কারণে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ‘মানবতার সৈনিক’ হিসেবে অভিহিত করে থাকে।   সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী আবেই অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠার কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই বীর শান্তিরক্ষীদের মরদেহ আজ স্পর্শ করবে তাদের প্রিয় মাতৃভূমি—এক গভীর শোক, গর্ব ও শ্রদ্ধার আবহে।

ছবি : সংগৃহীত
দেড় যুগ পর পুলিশ ক্যাডার হলেন আলোচিত দম্পতি

২০০৭ সালে সরকার পরিবর্তনের টানাপোড়েনে বাতিল হয়ে যায় বহুল আলোচিত ২৭তম বিসিএস। সেই বিসিএসেই পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এক দম্পতি। দীর্ঘ ১৮ বছরের রুদ্ধশ্বাস আইনি লড়াই শেষে অবশেষে বিজয়ের হাসি ফুটল তাঁদের মুখে।   উচ্চ আদালতের নির্দেশনার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এই তালিকার সবচেয়ে আলোচিত ও উজ্জ্বল নাম হয়ে উঠেছেন দম্পতি মোহাম্মদ ওয়াজকুরনী ও আফরোজা হক খান। প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসনে নবনিয়োগপ্রাপ্ত ৭০ জন পুলিশ ক্যাডারের তালিকায় স্থান পেয়েছেন এই অদম্য দম্পতি। বর্তমানে দুজনই সরকারি চাকরিতে কর্মরত থাকলেও, নিজেদের স্বপ্নের ক্যাডারে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা কখনো বিসর্জন দেননি। সেই স্বপ্ন পূরণে এবার তাঁরা পুলিশ ক্যাডারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মোহাম্মদ ওয়াজকুরনী বর্তমানে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে উপপরিচালক পদে কর্মরত। অন্যদিকে তাঁর স্ত্রী আফরোজা হক খান কর্মরত রয়েছেন দুর্নীতি দমন কমিশনে। শিক্ষাজীবনে ওয়াজকুরনী ঢাকা কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আফরোজা হক খান ভারতেশ্বরী হোমস থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। দীর্ঘ ১৮ বছর আগের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় আবেগে আপ্লুত এই দম্পতি ও তাঁদের পরিবার। তাঁরা জানান, এই রায় শুধু তাঁদের ব্যক্তিগত জয় নয়; বরং এটি সরকারি কর্ম কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক সংস্থার স্বচ্ছতা এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও সুদৃঢ় করেছে। জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের শেষ দিকে ২৭তম বিসিএসের প্রক্রিয়া শুরু হলেও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। দেড় যুগের বেশি সময় পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে প্রথম সুপারিশপ্রাপ্তদের নিয়োগের পথ খুলে দেয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটল। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তাকে আগামী ১ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

নিউজ ক্লিপস

খেলাধুলা

  • অন্যান্য খেলা
  • হকি
  • ফুটবল
  • ক্রিকেট

জনপ্রিয় সংবাদ

মতামত

আন্তর্জাতিক

আরও দেখুন
ছবি: সংগৃহীত
সিডনিতে বন্দুকধারীকে নিরস্ত্র করা সেই মুসলিম অভিবাসীকে পুরস্কার দিলো পুরো বিশ্ব
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৯, ২০২৫ 0

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুকধারীর ওপর ঝাপিয়ে পড়া মুসলিম অভিবাসী আহমেদকে পুরো বিশ্বের মানুষের থেকে সংগ্রহ করা অনুদানে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়েছে।   শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক ফুটেজে দেখা যায়, হাসপাতালে তার হাতে ১৬ লাখ ৫০ হাজার ডলার মূল্যের বিশালাকার প্রতিকী চেক তুলে দেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যাকারি ডেরেনিওস্কি। তার জন্য খোলা ওয়েবসাইটে এই অর্থ অনুদান দিয়েছে বিশ্বের ৪৩ হাজারেরও বেশি মানুষ।   অপ্রত্যাশিতভাবে এতো মানুষের ভালোবাসা পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন সাহসী এই অভিবাসী। যেকোনও বিপদে মানবজাতিকে একে অন্যের পাশে থাকার আহ্বান জানান তিনি।     উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারীকে ধরাশায়ী করে এক নিরস্ত্র পথচারী। বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে ছিনিয়ে নেন রাইফেল। এর কিছু ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আহমেদ আল আহমেদ নামের মুসলিম ওই পথচারীকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসায় দেশটির নাগরিকরা।    ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির আড়ালে থেকে আকস্মিকভাবে বন্দুকধারী ওপর হামলে পড়ে বন্দুক ছিনিয়ে নেন আহমেদ। এরপর সেই বন্দুক হামলাকারীর দিকে তাক করেন তিনি। জীবন বাজি রেখে হামলাকারীকে নিরস্ত্র করায় বহু মানুষের প্রাণ বেঁচে যায়।

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় সাবেক রেসার গ্রেগ বিফলের মৃত্যু
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৯, ২০২৫ 0

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি সেসনা সি৫৫০ বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির বিখ্যাত সাবেক রেসার গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা।   এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স।   বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্টেটসভিল রিজিওনাল এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করেছিল বিমানটি। পাইলটসহ সেখানে ছিল মোট ৭ আরোহী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে রানওয়ে ত্যাগের কিছুক্ষণ পরই আবারও বন্দরে ফিরে আসে বিজনেস জেটটি।   নিরাপদে অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয় তা। মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে আগুন ধরে যায় পুরো বিমানে। এতে প্রাণ হারান জেট বিমানটিতে থাকা সবাই।   উড়োযানটিতে গ্রেগ বিফলের সাথে তার স্ত্রী ছাড়াও ছিল ৫ ও ১৪ বছর বয়সী দুই সন্তান।   ফিল্ড লেভেল মিডিয়ার তথ্য অনুযায়ী, গ্রেগ বিফল ২০ বছরের ক্যারিয়ারে কাপ সিরিজে ১৯টি রেস জিতেছিলেন। নাসকার সার্কিটে তার শেষ রেস ছিল ২০২২ সালে। এরপর ২০২৩ সালে ৫৫ বছর বয়সী এই রেসারকে নাসকারের ৭৫ জন সর্বকালের সেরা চালকের একজন হিসেবে নির্বাচিত করা হয়।   দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরিয়ে না নেয়া পর্যন্ত বিমানবন্দর পুনরায় চালু করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত
ভারতকে এমন শিক্ষা দিয়েছি যা কোনোদিন ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৯, ২০২৫ 0

পাকিস্তান-ভারত সংঘাতে ইসলামাবাদ ভারতের মোদি সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে, যা তারা কখনও ভুলবে না। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।   খাইবার পখতুনখোয়ার (কেপি) হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘মার্কা-এ-হক’ (সত্যের যুদ্ধ)-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বই- ভারত এই পরাজয় কখনও ভুলবে না।    ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উসকানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত।   নয়াদিল্লির দাবি, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এ অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় তিনটি রাফালসহ ছয়টি যুদ্ধবিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।   পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে।

ছবি: সংগৃহীত
পরিচ্ছন্ন বায়ু দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের জীবন বদলে দিতে পারে
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৯, ২০২৫ 0

দক্ষিণ এশিয়ার বিশাল জনপদ, বিশেষ করে ইন্দো-গাঙ্গেয় সমভূমি ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে (আইজিপি-এইচএফ) বায়ুদূষণ জনস্বাস্থ্য ও উৎপাদনশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ দূষণ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান উন্নয়ন চ্যালেঞ্জ।   বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ‘ব্রেথ অব চেঞ্জ: সলিউশনস ফর ক্লিনার এয়ার ইন দ্য ইন্দো-গাঙ্গেটিক প্লেইন্স অ্যান্ড হিমালয়ান ফুথিলস’ শীর্ষক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।   এতে বলা হয়েছে, এই অঞ্চলের প্রায় ১০০ কোটি মানুষ বর্তমানে অসহনীয় মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। এর ফলে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। এছাড়া দূষণজনিত কারণে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তা এ অঞ্চলের বার্ষিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ।   প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটান নিয়ে গঠিত এই অঞ্চলে বায়ুদূষণের প্রধান পাঁচটি উৎস রয়েছে। এগুলো হলো- রান্নায় লাকড়ি বা কয়লার ব্যবহার, ফিল্টারহীন শিল্পকারখানা, পুরনো ইঞ্জিনের যানবাহন, ফসলের খড় পোড়ানো এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা।   এই সংকট নিরসনে বিশ্বব্যাংক দূষণমুক্ত বায়ুর সমাধানগুলোকে তিনটি পরিপূরক ক্ষেত্রে ভাগ করেছে: প্রথমত: রান্না, শিল্প, পরিবহন, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনায় যেখানে দূষণ তৈরি হয়, ঠিক সেই উৎসস্থলেই নিঃসরণ কমানোর উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত: বায়ুমানের উন্নতির এই রূপান্তরকালীন সময়ে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।   তৃতীয়ত: দীর্ঘমেয়াদে এই অগ্রগতি টিকিয়ে রাখতে শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো, বাজারভিত্তিক প্রণোদনা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে।   বিশ্বব্যাংক বলছে, সমাধান আমাদের হাতের নাগালেই রয়েছে। অল্প কিছু সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিলেই এই দূষণ নাটকীয়ভাবে কমানো সম্ভব। এর মধ্যে রয়েছে- বৈদ্যুতিক চুলায় রান্না, কলকারখানায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈদ্যুতিক যানবাহন এবং বর্জ্যের সঠিক পুনর্ব্যবহার।   এই সংকট মোকাবিলায় প্রতিবেদনটিতে ‘ফোর আই’ বা চারটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো- তথ্য (ইনফরমেশন), বিনিয়োগ ও আচরণ পরিবর্তনের প্রণোদনা (ইনসেনটিভ), জাতীয় ও স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্রতিষ্ঠান (ইনস্টিটিউশন) এবং পরিবেশবান্ধব অবকাঠামো (ইনফ্রাস্ট্রাকচার)।    বিশ্বব্যাংকের সিনিয়র পরিবেশ অর্থনীতিবিদ মার্টিন হেগার বলেন, নীতিনির্ধারকদের জন্য এই প্রতিবেদনে একটি বাস্তবসম্মত রোডম্যাপ দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার উদ্যোক্তা, কৃষক ও সাধারণ পরিবারগুলোর জন্য পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারের পেছনে শক্তিশালী অর্থনৈতিক যুক্তি রয়েছে। তাই সরকারগুলোর উচিত তাদের পূর্ণ সহায়তা দেওয়া।   বিশ্বব্যাংকের পরিবেশ অনুশীলন ব্যবস্থাপক অ্যান জ্যানেট গ্লাউবার জানান, দূষণমুক্ত বাতাস পেতে হলে স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও প্রয়োজন। সম্মিলিতভাবে কাজ করলে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো এবং সবার জন্য নির্মল বাতাস নিশ্চিত করা সম্ভব হবে।

আমাদের অনুসরণ করুন

ট্রেন্ডিং

হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

অক্টোবর ২২, ২০২৫
বিনোদন
অন্যান্য
সর্বশেষ
জাতীয়

অর্থনীতি
সারাদেশ
টেলিকম ও প্রযুক্তি
প্রবাসী