হ্যাকাররা লিখলো-‘আজকের সব ফ্লাইট বাতিল

0
822

খবর৭১:বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট খুলেই বিপাকে পড়েন যাত্রীরা। তারা দেখেন, সব ফ্লাইট বাতিল! এইদিন এয়ার ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে সাইবার অপরাধীরা!

সাইবার অপরাধীরা এয়ার ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেই ক্ষান্ত হননি।

টুইটার অ্যাকাউন্টের ‘অফিসিয়াল হ্যান্ডেল’ নামও পরিবর্তন করে দিয়েছেন তারা।
বৃহস্পতিবার ভোরে দেখা গেছে, এয়ার ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে দিয়েছেন হ্যাকাররা। আর তা করা হয়েছে-‘এয়ারইন্ডিয়াটিআর’ নামে। কিন্তু এই বিমান সংস্থার সঠিক নাম-‘এয়ারইন্ডিয়াইন। ‘

পরে এক তদন্তে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টটি তুরস্ক থেকে হ্যাক করা হয়েছে। হ্যাকাররা প্রথমে লেখে-‘আজকের সব ফ্লাইট বাতিল করা হলো’। এর পরে লেখে-‘তুরস্ক এয়ারলাইন্সের সঙ্গে একিভূত হচ্ছে এয়ার ইন্ডিয়া’।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here