সন্ত্রাসবাদকে সমর্থন করাই আমেরিকার প্রধান কাজ’

0
323

খবর৭১:জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, আমেরিকার প্রধান কাজ হচ্ছে সন্ত্রসাবাদকে সমর্থন করা। তিনি বলেন, কথিত আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে আামেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধের নামে তারা সিরিয়ায় সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে বাশার আল-জাফারি এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন করে আমেরিকা নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে।

সিরিয়ার ঘটনাবলী ও বাস্তবতা বিকৃত করার জন্য তিনি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সকে অভিযুক্ত করেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি এসব দেশের মদদের কারণে সিরিয়ায় যে মানবিক দুর্ভোগ দেখা দিয়েছে সে বিষয়ে জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এসব দেশ গণমাধ্যমকে ব্যবহার করে বলেও তিনি উল্লেখ করেন।

বাশার আল-জাফারি বলেন, গত ৮ ফেব্রুয়ারি দেইর আজ-যোর প্রদেশে সরকারপন্থি যোদ্ধাদের ওপর মার্কিন হামলার মাধ্যমে নতুন করে প্রমাণ হয়েছে যে, আমেরিকা সন্ত্রাসীদের সমর্থন করে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here