দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

0
42

সোনার দাম আবার ভরিতে ২ হাজার ৬৩ টাকা বেড়েছে। ভালো মানের প্রতি ভরি সোনা এখন থেকে কিনতে হবে ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকায়। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সোনার এ দাম কার্যকর হবে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

ছুটির পরও পরীক্ষায় বসছেন না বুয়েট শিক্ষার্থীরাছুটির পরও পরীক্ষায় বসছেন না বুয়েট শিক্ষার্থীরা
এর আগে গত ৮ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে পাগলা ঘোড়ার মতো বেড়ে যাওয়া সোনার দামের প্রেক্ষিতে ১০ দিনের ব্যবধানে সোনার এ দাম বাড়ল। ৮ এপ্রিল বাড়ানো এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। অর্থাৎ আগের দামের সঙ্গে বর্তমান দামের পার্থক্য ভরিতে ২ হাজার ৬৩ টাকা।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কোনো সোনা কিনতে হলে নতুন দামে কিনতে হবে।

আবারও ২০ বিলিয়নের নিচে রিজার্ভআবারও ২০ বিলিয়নের নিচে রিজার্ভ
এখন থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনা কিনতে হবে ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকায়। ২১ ক্যারেটের ১ লাখ ১৪ হাজার ২০২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৭ হাজার ৮৮৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ৭৮ হাজার ৫০১ টাকায় কিনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here