বিপদসীমার ওপরে সুরমার পানি, ঢুকছে শহরে

0
286

খবর৭১ঃ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বিপদসীমার ওপরে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। পানি সুনামগঞ্জের শহরে প্রবেশ করেছে। ফলে শহরের কাজির পয়েন্ট, ষোলঘর পয়েন্ট, উকিলপাড়া, নবীগনর, তেঘড়িয়া, উত্তর আরপিননগর, বড়পাড়ায় বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কয়েকদিনের টানা বর্ষণ ও বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা,ধনু, যাদুকাটা, রক্তি, চলতি, বৌলাইইসহ প্রধান প্রধান নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া নদীতে পানি বৃদ্ধির কারণে হাওরেও পানি বাড়ছে।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here