সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
229

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে পর্যায়ক্রমে থানা পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এসব সংগঠনের মধ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণে ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিশিষ্ট্য শিল্পপতি আফরুজা বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, উপজেলা কৃষকলীগ, নারী উন্নয়ন ফোরাম, বিএনপি, জাসদ ও আলোকিত সুন্দরগঞ্জ’র উদ্দেগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এর আগে মধ্যরাতে উপজেলা প্রশাসনের পর পরই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি’র নেতৃত্বে উপজেলা জাপা’র পক্ষ থেকে মহান শহিদদের প্রতি  শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে বলে জানা গেছে। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here