স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

0
563
স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্বাস্থ্যখাতে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ এবং স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “আমরা কর্মে বিশ্বাসী, সেবাই আদর্শ” এ স্লোগানকে সামনে রেখে পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ নামের একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে রবিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ বন্যার ঝুঁকিতে ঢাকার ৪০ লাখ মানুষ

সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক দোয়েল হক, সমন্বয়ক নাসরিন জাহান। এ সময় বক্তারা বলেন, বহিবিশ্বে যেখানে করোনা পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে সেখানে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটেও ভালো না। আর এই পরিস্থিতির জন্য দায়ী স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। তারা দেশের সুস্বাস্থ্য নিশ্চিত না করে দুর্নীতির দিকে এগিয়ে যাচ্ছে। বক্তারা এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি ও অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ রিজেন্টকাণ্ডে স্বাস্থ্যের ডিজিসহ ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here