বিপিএলের নিলাম শেষ হয়েছে গত রোববার, তবে উত্তাপ এখনো রয়ে গেছে। ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। সিলেটে শুরু হয়ে ঢাকায় শেষ হবে এবারের টুর্নামেন্ট। নতুন মালিকানায় দল পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস ও সিলেট টাইটান্স। নিলামের পর দলগুলোর স্কোয়াড প্রায় চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিকভাবে অধিনায়কদের নাম ঘোষণা হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে কয়েকটি দলের সম্ভাব্য নেতৃত্বের নাম জানা গেছে। রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে আগের মতোই থাকছেন নুরুল হাসান সোহান। তবে সহ-অধিনায়কের নাম এখনো চূড়ান্ত হয়নি। নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের নেতৃত্বে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও এ সিদ্ধান্ত এখনও নিশ্চিত নয়। রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ নেওয়াজ। সিলেট টাইটান্সের অধিনায়ক হবেন মেহেদী হাসান মিরাজ, আর তার ডেপুটি হিসেবে নাম আছে জাকির হাসানের। চট্টগ্রাম রয়েলসের অধিনায়কত্ব এখনো নির্ধারিত না হলেও শেখ মেহেদী হাসান এ দৌড়ে এগিয়ে আছেন। তাকে দায়িত্ব দেওয়া হলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পাওয়ার কথা রয়েছে তাসকিন আহমেদের সবকিছু ঠিক থাকলে তিনিই দলটির অধিনায়ক হবেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত থাকলেও তার পরিবারের অন্য কেউ এ সুবিধা পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় তিনি এ তথ্য তুলে ধরেন। সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ দায়িত্ব পালন করছে। এ বিষয়ে গেজেট প্রকাশের পর প্রশ্ন উঠেছিল লন্ডনে থাকা তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ সুবিধা পাবেন? জবাবে রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলেন, গেজেট অনুযায়ী শুধু খালেদা জিয়াই এ সুবিধা পাবেন; জিয়া পরিবারের অন্য সদস্যরা এ তালিকার আওতায় পড়বেন না। এদিকে এগারো দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতি বা সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পরিবারের অনুরোধ থাকলে বিদেশ যাত্রার প্রয়োজনীয় সব প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রয়োজনে আরও সহযোগিতাও দেওয়া হবে।
অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, এটা চায় না বিএনপি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করে দলটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ বক্তব্য জানান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার অসুস্থতার সময়ে নির্বাচন তপশিল ঘোষণার বিষয়ে প্রশ্ন করলে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নির্বাচনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন বিলম্বের পক্ষে নয়। তিনি জানান, দলটি দীর্ঘদিন ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াই সঠিক সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ব্যালটে ভোট দিতে সময় বেশি লাগবে। এজন্য প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়ে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী রোববার তারা এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। ব্যালট পেপার ছাপানোর প্রসঙ্গে নজরুল ইসলাম জানান, এটি পুরোপুরি সরকারি প্রেসে ছাপানো উচিত। এ বিষয়ে উদ্বেগ জানালে কমিশন আশ্বস্ত করেছে যে ব্যালট সরকারি প্রেসেই ছাপানো হবে। প্রবাসী ভোটার ইস্যুতেও বিএনপি মত দেয়। নজরুল ইসলাম বলেন, বৈধ পাসপোর্টধারী প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আরও বেশি প্রবাসী ভোটার যুক্ত হলে প্রক্রিয়া শক্তিশালী হবে। বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, পাঁচ সদস্যের একটি পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ পাস হয়েছে। এই কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। পাশাপাশি কমিশনে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা গ্রেড–ওয়ান পর্যায়ের একজন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড–ওয়ান) সমমানের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মানবাধিকার ও সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং একটি বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান বা অবসরপ্রাপ্ত অধ্যাপক। রিজওয়ানা হাসান বলেন, এই কমিশন গঠনের মূল লক্ষ্য হলো পুলিশকে আরও জনবান্ধব ও জনমুখী করা। কমিশন সরকারকে পরামর্শ দেবে যাতে পুলিশ প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারে। মানবাধিকার বিষয়ে পুলিশ যেন আরও সংবেদনশীল হয়, কোথায় আধুনিকায়ন জরুরি, কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন এসব বিষয়ও কমিশন চিহ্নিত করবে। কমিশনের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে— ১) পুলিশের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা, ২) পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের অভিযোগ নিষ্পত্তি করা। এ ছাড়া পুলিশ কার্যক্রমে দক্ষতা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সুপারিশ প্রদান, সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা সরকারকে পরামর্শ দেওয়া এসবই কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত। পাশাপাশি পুলিশসংক্রান্ত আইন ও নীতিমালা নিয়ে গবেষণা করে প্রয়োজনীয় সুপারিশও কমিশন প্রদান করবে।
পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, পাঁচ সদস্যের একটি পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ পাস হয়েছে। এই কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। পাশাপাশি কমিশনে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা গ্রেড–ওয়ান পর্যায়ের একজন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড–ওয়ান) সমমানের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মানবাধিকার ও সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং একটি বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান বা অবসরপ্রাপ্ত অধ্যাপক। রিজওয়ানা হাসান বলেন, এই কমিশন গঠনের মূল লক্ষ্য হলো পুলিশকে আরও জনবান্ধব ও জনমুখী করা। কমিশন সরকারকে পরামর্শ দেবে যাতে পুলিশ প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারে। মানবাধিকার বিষয়ে পুলিশ যেন আরও সংবেদনশীল হয়, কোথায় আধুনিকায়ন জরুরি, কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন এসব বিষয়ও কমিশন চিহ্নিত করবে। কমিশনের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে— ১) পুলিশের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা, ২) পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের অভিযোগ নিষ্পত্তি করা। এ ছাড়া পুলিশ কার্যক্রমে দক্ষতা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সুপারিশ প্রদান, সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা সরকারকে পরামর্শ দেওয়া এসবই কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত। পাশাপাশি পুলিশসংক্রান্ত আইন ও নীতিমালা নিয়ে গবেষণা করে প্রয়োজনীয় সুপারিশও কমিশন প্রদান করবে।
অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, এটা চায় না বিএনপি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করে দলটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ বক্তব্য জানান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার অসুস্থতার সময়ে নির্বাচন তপশিল ঘোষণার বিষয়ে প্রশ্ন করলে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নির্বাচনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন বিলম্বের পক্ষে নয়। তিনি জানান, দলটি দীর্ঘদিন ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াই সঠিক সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ব্যালটে ভোট দিতে সময় বেশি লাগবে। এজন্য প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়ে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী রোববার তারা এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। ব্যালট পেপার ছাপানোর প্রসঙ্গে নজরুল ইসলাম জানান, এটি পুরোপুরি সরকারি প্রেসে ছাপানো উচিত। এ বিষয়ে উদ্বেগ জানালে কমিশন আশ্বস্ত করেছে যে ব্যালট সরকারি প্রেসেই ছাপানো হবে। প্রবাসী ভোটার ইস্যুতেও বিএনপি মত দেয়। নজরুল ইসলাম বলেন, বৈধ পাসপোর্টধারী প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আরও বেশি প্রবাসী ভোটার যুক্ত হলে প্রক্রিয়া শক্তিশালী হবে। বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত থাকলেও তার পরিবারের অন্য কেউ এ সুবিধা পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় তিনি এ তথ্য তুলে ধরেন। সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ দায়িত্ব পালন করছে। এ বিষয়ে গেজেট প্রকাশের পর প্রশ্ন উঠেছিল লন্ডনে থাকা তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ সুবিধা পাবেন? জবাবে রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলেন, গেজেট অনুযায়ী শুধু খালেদা জিয়াই এ সুবিধা পাবেন; জিয়া পরিবারের অন্য সদস্যরা এ তালিকার আওতায় পড়বেন না। এদিকে এগারো দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতি বা সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পরিবারের অনুরোধ থাকলে বিদেশ যাত্রার প্রয়োজনীয় সব প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রয়োজনে আরও সহযোগিতাও দেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দোহা থেকে এ বিষয়ে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। গত ২৯ নভেম্বর কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা চেয়ে চিঠি পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই চিঠিতে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ১৪ জনের নাম তালিকাভুক্ত করা হয়। সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন—তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান; চিকিৎসক আবু জাফর মো. জাহিদ হোসেন, মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নূরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন। নিরাপত্তা সদস্য হিসেবে থাকবেন হাসান শহরিয়ার ইকবাল এবং সৈয়দ সামিম মাহফুজ। এছাড়া সঙ্গে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা সিকদার। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়। অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এদিকে তার চিকিৎসায় সহযোগিতা করতে ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার ঢাকায় পৌঁছান। একই দিন রাতে চীন থেকে চার সদস্যের আরেকটি মেডিকেল টিম এসে এভারকেয়ার হাসপাতালে যোগ দেয়।
বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসার কারণে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে নোটিশটি পাঠান। নোটিশদাতারা হলেন মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন এবং মো. আতিকুর রহমান। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আইজিপিকে অপসারণ করা না হলে তাঁরা আইনের আশ্রয় নেবেন। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বর্তমান আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। স্পর্শকাতর এই প্রতিবেদনে আইজিপির নাম প্রকাশ পাওয়ার পর প্রশাসনের ভেতরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অদম্য মনোবল নষ্ট করা যায়নি—তার নাম খালেদা জিয়া। তাকে বিভিন্নভাবে নির্যাতন করে দুর্বল ও অসুস্থ করা হয়েছে। এখন দেশের মানুষ তার জন্য দোয়া করছেন, তিনি যেন সুস্থ হয়ে আবার জনগণের কাছে ফিরে আসতে পারেন। রিজভী জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার দেশের প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এ সময় তিনি আরও জানান, বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি শুরু হবে ৭ ডিসেম্বর। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বুধবার (৩ ডিসেম্বর) রাতে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এভারকেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেছেন। তারা দীর্ঘসময় ধরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা–সংক্রান্ত নথি পরীক্ষা করেন এবং পরামর্শ দেন। আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ করোনাকালে নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি নেত্রী। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৬ মে দেশে ফেরেন। ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে কয়েক দফা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা।
বিপিএলের নিলাম শেষ হয়েছে গত রোববার, তবে উত্তাপ এখনো রয়ে গেছে। ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। সিলেটে শুরু হয়ে ঢাকায় শেষ হবে এবারের টুর্নামেন্ট। নতুন মালিকানায় দল পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস ও সিলেট টাইটান্স। নিলামের পর দলগুলোর স্কোয়াড প্রায় চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিকভাবে অধিনায়কদের নাম ঘোষণা হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে কয়েকটি দলের সম্ভাব্য নেতৃত্বের নাম জানা গেছে। রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে আগের মতোই থাকছেন নুরুল হাসান সোহান। তবে সহ-অধিনায়কের নাম এখনো চূড়ান্ত হয়নি। নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের নেতৃত্বে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও এ সিদ্ধান্ত এখনও নিশ্চিত নয়। রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ নেওয়াজ। সিলেট টাইটান্সের অধিনায়ক হবেন মেহেদী হাসান মিরাজ, আর তার ডেপুটি হিসেবে নাম আছে জাকির হাসানের। চট্টগ্রাম রয়েলসের অধিনায়কত্ব এখনো নির্ধারিত না হলেও শেখ মেহেদী হাসান এ দৌড়ে এগিয়ে আছেন। তাকে দায়িত্ব দেওয়া হলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পাওয়ার কথা রয়েছে তাসকিন আহমেদের সবকিছু ঠিক থাকলে তিনিই দলটির অধিনায়ক হবেন।
এ এইচ এম বজলুর রহমান
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী এলাকায় কম্পনটি অনুভূত হয়। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি, হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর অঞ্চলটির পরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের রেকর্ড নিবন্ধনের আবেদন আর গ্রহণ বা পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি প্রেরিত এক নোটিশে তারা জানায়, বর্তমানে ইসরাইল থেকে পাঠানো কোনো নতুন রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ রয়েছে। ইসরাইলের একটি কিডনি দান উৎসাহদানকারী প্রতিষ্ঠান সাম্প্রতিক এক মানবিক উদ্যোগের ভিত্তিতে রেকর্ড নিবন্ধনের জন্য আবেদন করেছিল। সংস্থাটি দাবি করে, তারা মোট ২ হাজার কিডনি দাতাকে সংগঠিত করেছে এবং সেই দাতাদের নিয়ে একটি গ্রুপ ছবি পাঠিয়ে রেকর্ডের আবেদন করে। কিন্তু গিনেস কর্তৃপক্ষ ইমেইলে জানায়, ইসরাইল বা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পাঠানো কোনো আবেদনই বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে না। ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলের তথ্যে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের আবেদনও স্থগিত করা হয়েছে। যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, ইসরাইলি প্রতিষ্ঠানটি দাবি করেছে গিনেসের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, বিশেষত এমন এক সময় যখন মানবিক সংকট ঘিরে অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
মস্কোতে সাংবাদিকদের ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চলাকালীন ইউক্রেন সংক্রান্ত কোনো সমঝোতায় পৌঁছানো হয়নি। উশাকভ জানান, 'কিছু মার্কিন প্রস্তাব ‘কমবেশি গ্রহণযোগ্য’ মনে হলেও সেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন। অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের প্রস্তাবিত কিছু পয়েন্ট আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।' তিনি আরও বলেন, পুতিন ও মার্কিন প্রতিনিধি দল যুদ্ধ শেষের বিষয় নিয়েও আলোচনা করেছেন। আশা করি, আমরা একটি সমাধানে পৌঁছাতে পারবো। উশাকভ নিশ্চিত করেছেন, পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো বৈঠক এখনও নির্ধারিত হয়নি। সম্ভাব্য বৈঠক 'আমরা যে অগ্রগতি অর্জন করতে পারি তার ওপর নির্ভর করবে যুদ্ধ কোন দিকে মোড় নিবে'।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসাথে, যুদ্ধ বাধলে ইউক্রেনে অভিযানের তুলনায় কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে মস্কো বলেও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। পুতিনের দাবি, মস্কো সরাসরি লড়াই না চাইলেও, শান্তি প্রক্রিয়ার বিরোধী ইউরোপীয়রা। মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক আবদার জুড়ে দিতে চেয়েছে ইউরোপীয়রা। যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, শান্তির জন্য ইউরোপীয়দের কোনো এজেন্ডা নেই। তারা যুদ্ধের পক্ষে। তারা এমন দাবি করে যা রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য। এরপর আমাদের ওপর দায় চাপানো তাদের লক্ষ্য। আমরা ইউরোপের সাথে লড়াইয়ের পরিকল্পনা করছি না। শতবার একথা বলেছি। তবে তারা যদি হঠাৎ যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর তা শুরু করে, তাহলে আমরাও প্রস্তুত। আর তা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের মতো এত ছোট পরিসরে হবে না। তখন কিন্তু আলোচনার সুযোগও থাকবে না।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।