‘শেখ হাসিনাকে নিয়ে চলচ্চিত্রের সাথে নির্বাচনের সম্পর্ক নেই’

0
249

খবর ৭১: শেখ হাসিনাকে নির্মিত চলচ্চিত্রের সাথে নির্বাচনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে নির্মিত চলচ্চিত্রের সাথে রাজনীতি কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপির নেত্রীকে নিয়ে এ ধরনের কিছু বানানো হয়নি বলেই বিএনপির গাত্রদাহ।’

রবিবার (১৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেগম জিয়াকে নিয়ে চলচ্চিত্র বানালে সেটি হতে হবে ভৌতিক। হাসিনা-এ ডটারস টেল প্রদর্শন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদও নিন্দাও জানান তিনি।

রিজভীকে ‘অদ্ভুত প্রাণী’ অ্যাখ্যায়িত করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘সরকার নয়, রিজভী আহমেদ অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছে। কারণ ওনার মুখে কোনো দিন হাসি দেখি নাই। উনি সকাল-বিকেল মিথ্যাচার করেন। তারা আচরণবিধির কথা বলেন তাদের কার্যালয়ের সামনে যেভাবে হাজার হাজার লাঠি আর বাঁশ নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য তার দলের নেতাকর্মীরা গিয়েছেন, এটা আচরণবিধির কোথায় আছে?’

নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যেভাবে পুলিশকে ঘেরাও করে কিল, ঘুষি মেরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে, সেখানে আচরণবিধির ১১, ১৭, ১৮ সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।  পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন- নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে হাঙ্গামা সৃষ্টির দায়ে যিনি আসামি, তিনি কিভাবে তার কার্যালয়ে বসে অন্য দলের বিরুদ্ধে প্রতিদিন সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করে? আমি পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো রিজভী আহমেদ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য।’

বিএনপি এবং ঐক্যফ্রন্ট প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সদস্য রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here