বিশ্বনেতারা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায় : এনামুল হক শামীম

0
324

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিশ্বনেতারা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। সম্প্রতি প্রধানমন্ত্রী সৌদি আরব সফরকালে সৌদি যুবরাজ এসব কথা বলেন। এছাড়াও বিশ্বনেতারা ইতিপূর্বে বলেছেন, “জননেত্রী শেখ হাসিনা তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারে”। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বসভায় অনন্য মর্যাদায় আসীন। এজন্য শেখ হাসিনা আজ সারা বিশ্বে বারবার প্রশংসিত হচ্ছেন। তাই আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ার চরআত্রায় আওয়ামীলীগ ও এনামুল হক শামীমের রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরআত্রা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার তরফদারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ফজলুল হাওলাদারের          উপস্থাপনায়   অনুষ্ঠানে অংশগ্রহন করেন, বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী এমএ হাসেম মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ্বী ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, সহ-সম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলী আহম্মেদ কাজী, মিজানুর রহমান আলম, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মুন্সী রাশেদ আজগর সোহেল, আবু মুসা হিমু মুন্সী, খন্দকার আলী হোসেন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, আওয়ামীলীগ নেতা আদিল মুন্সী, দিপু মুন্সী, যুবলীগ নেতা স্বপন সিকদার, খালেক খালাসী, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নুর এ আলম আশিক, নড়িয়া পৌরসভার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
পরে এনামুল হক শামীম নড়িয়া ও সখিপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকে। বাংলাদেশের মানুষ আর বেগম খালেদা জিয়াকে ও তার বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আগুন-সন্ত্রাসী মসজিদ-মন্দিরে হামলাকারী দলকে বিএনপিকে আর ভোট দিবে না। তাই উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রতির প্রতিক নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here