আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার ঘরের মাঠে জয় দিয়ে ফিরল বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৫১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৬ রান করে দলের সংগ্রহ টানেন। জবাবে ব্যাট হাতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনিং জুটিতে ৫১ রান তোলার পর লেগ স্পিনার রিশাদ হোসেন ক্যারিবীয়দের ব্যাটিং লাইন ধসিয়ে দেন। আলিক আথানজে, কেসি কার্টি, ব্যান্ডন কিং, শারেফান রাদারফোর্ড ও রোস্টন চেজ—এই পাঁচজনকেই ফেরান তিনি। এটি রিশাদের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার এবং বাংলাদেশের হয়ে কোনো ডানহাতি স্পিনারের প্রথম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
শেষদিকে জেডন সিলসকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন রিশাদ। যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এবং ওয়ানডেতে কোনো বাংলাদেশি স্পিনারের সেরা পারফরম্যান্স।