সর্বশেষ

সর্বশেষ সংবাদ
ডাক বিভাগ যুগের সঙ্গে তাল মিলাতে ব্যর্থ, মানুষের আস্থা ফিরেনি লাখ কোটি ব্যয়েও

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হরে অবস্থিত একটি অবিভাগীয় পোস্ট অফিস। বাইরে স্থাপিত পুরনো পোস্ট বক্সটি রোদ-বৃষ্টিতে ফ্যাকাশে হয়ে গেছে, তালার উপর মরিচা জমেছে। কতদিন ধরে খোলা হয়নি, তা জানা যায় না। পোস্টম্যান হিসেবে ১৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম। তিনি জানান, দীর্ঘ কর্মজীবনে এখানকার পোস্ট বক্সে একচিলতে চিঠি আসেনি। মাঝে মাঝে বক্সটি পরিষ্কারের জন্য খোলা হয়। বড়হর ছাড়া দেশের অধিকাংশ পোস্ট অফিসের চিত্রও এভাবেই মিলেছে। একসময়ে চিঠি, দলিলপত্র, আর্থিক লেনদেনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ছিল ডাক বিভাগ। কিন্তু আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে না পারায় এই প্রতিষ্ঠান এখন সংকটাপন্ন। পোস্টম্যান আমিনুল ইসলাম বলেন, “আগে মানুষ পোস্ট বক্সে চিঠি ফেলে যেত। এখন অনলাইন যোগাযোগ ও মোবাইল ব্যাংকিংয়ের কারণে সাধারণ চিঠিপত্র প্রায় বন্ধ। অফিসের কিছু দায়িত্ব অবশ্যই আছে, তবে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিয়ে গড়ে ১০-১৫টি চিঠি বিলি করতে হয়। এগুলোর মধ্যে ব্যাংক, এনজিও ও আদালতের নোটিস এবং বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত নোটিসই বেশি।” ডাক বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে সরকার ডাক বিভাগে ব্যয় করেছে ৪ হাজার ৭০২ কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে মাত্র ১ হাজার ৪১৯ কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছরে লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৩ কোটি টাকার বেশি। বেতন, ভাতা ও পেনশনসহ কর্মকর্তা-কর্মচারীর জন্য ব্যয় হয়েছে ৩ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা। অধিকাংশ কর্মকর্তারা বলেন, সেবার মান না বাড়ানো, আধুনিকায়নের অভাব এবং সরকারি অনিয়মের কারণে ডাক বিভাগ আজ মানুষের আস্থা হারিয়েছে। বিপুল অর্থ খরচ করেও বিশেষ কিছু উন্নয়ন প্রকল্প মানুষের কাছে প্রতিফলিত হয়নি। উদাহরণস্বরূপ, ঢাকার আগারগাঁওয়ে ২০২১ সালে ৯২ কোটি টাকা ব্যয়ে নতুন ডাক ভবন উদ্বোধন করা হয়। ২০১৯ সালে ঢাকায় কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণে ৩৭৬ কোটি ৭৩ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৩৬৫ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ১৪ জেলায় মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার (এমপিসি) প্রকল্প বাস্তবায়ন করা হয়। ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের বিরুদ্ধে দুর্নীতি মামলাও হয়েছে। কর্মকর্তাদের ধরণগত অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে দুজন গ্রেফতার হয়েছেন। সিরাজগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গিয়ে দেখা যায়, ডাকঘরে কর্মচঞ্চলতা নেই। মিরসরাই উপজেলা ডাকঘরের মাস্টার গোপাল চন্দ্র নাথ বলেন, “ব্যক্তিগত চিঠি আসেনা, মূলত ব্যাংক ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নোটিস আসে। কিছু পার্সেল আসে অনলাইন শপ দারাজের সঙ্গে চুক্তির কারণে।” ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আল মাহবুব বলেন, “আমাদের কাজ মূলত মানুষের সেবা দেওয়া। আয়ের দিকে আমরা বিচার করি না। ব্যক্তিগত চিঠি কমেছে, কিন্তু কমার্শিয়াল চিঠি বেড়েছে। আমরা আধুনিকায়ন ও ট্র্যাকিং ব্যবস্থা চালু করেছি। সেবার মান বাড়ানোর কাজ চলছে।”

২৪ মিনিট আগে
ওয়ানডেতে হারের বৃত্তে থাকল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল শেষ আট ওয়ানডের মধ্যে মাত্র একটিতে জয় অর্জন করতে পেরেছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে এই ধাক্কা ভাঙার আশা করেছিলো অধিনায়ক মেহেদী মিরাজ, যিনি আগের টি-২০ সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার মোমেন্টাম নিতে চেয়েছিলেন। তবে ব্যাটিংয়ের পুরনো সমস্যায় বাংলাদেশ ১৭ বল হাতে ৫ উইকেটে হারতে বাধ্য হয়েছে সিরিজের প্রথম ওয়ানডেতে। বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতা দলের উপর চাপ সৃষ্টি করে। মিডল অর্ডারের ব্যাটাররা—তাওহীদ হৃদয় ও মিরাজ—যদিও ফিফটি করে দলের ধাক্কা সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু লোয়ার মিডল অর্ডার জুটি ১০১ রানের পুঁজি কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৮ ওভার ৫ বল শেষে ২২১ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে ধাক্কা শুরুর তিন ব্যাটার মাত্র ৫৩ রানে হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ইনিংসের চতুর্থ ওভারে ১০ রান করে আউট হন। এরপর ওয়ানডের অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত ২ রানে সাজঘরে ফিরে যান। টি-২০ দিয়ে আলোচনায় আসা সাইফ হাসান ৩৭ বলে ২৬ রান করে বড় ইনিংস শুরু করতে পারলেও শেষ পর্যন্ত ক্যাচে আউট হন। মধ্য অর্ডার জুটি ধাক্কা সামলালো হৃদয় ও মিরাজের ১০১ রানের চতুর্থ উইকেট জুটি বাংলাদেশকে সাময়িক সান্ত্বনা দিয়েছে। হৃদয় ৮৫ বলে ৫৬ রানে রান আউটে আউট হন, আর মিরাজ ৮৭ বলে ৬০ রান করে বিদায় নেন। দু’জনের আউট হওয়ার পর বাংলাদেশ মাত্র ৪৬ রান যোগ করতে পারে। লোয়ার অর্ডার ব্যর্থতা জাকের আলী ১৬ বল খেলে ১০ রান করেন, নুরুল হাসান সোহান ৭ রান করেন। তানজিম সাকিব ও তানভীর ইসলাম যথাক্রমে ১৭ ও ১১ রান যোগ করেন। এই ব্যর্থতায় বাংলাদেশ পাওয়ারপ্লেতে ভালো শুরু করলেও জয় রক্ষা করতে ব্যর্থ হয়। আফগানিস্তানের সহজ জয় জবাবে নেমে আফগানিস্তান ৫২ রানের ওপেনিং জুটি সংগ্রহ করে। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম শুরুতে ইব্রাহিম জাদরান (২৩) এবং সাদিকুল্লাহ আতাল (২) আউট করেন। এরপর রহমত শাহ ও রহমানুল্লাহ গুরবাজ ৭৮ রানের জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনে। রহমত শাহ ৫০, গুরবাজ ৫০ রান করে দলের জয় নিশ্চিত করেন। পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ৪৪ ও অধিনায়ক শহিদী ৩৩ রান করে দলের স্কোরে অবদান রাখেন। বল হাতে বাংলাদেশ আফগানিস্তানের পেস অলরাউন্ডার ওমরজাই ও লেগ স্পিনার রশিদ খান তিনটি করে উইকেট নেন। ডানহাতি অফ স্পিনার আল্লাহ গজনফর দুই উইকেট নেন। বাংলাদেশের পেসার তানজিম তিনটি উইকেট নিতে সক্ষম হলেও তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ তাকে সঙ্গ দিতে পারেননি। ফলে বাংলাদেশ ওয়ানডের হারের বৃত্তেই থাকল, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয়ের জন্য বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

৫৬ মিনিট আগে
যুদ্ধবিরতি আলোচনার তৃতীয় দিনেও থামেনি ইসরায়েলের হামলা

গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে মিসরে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা তৃতীয় দিনেও কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ঘিরে আলোচনায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশের প্রভাবশালী মধ্যস্থতাকারী। বুধবার মিসরের রেড সি উপকূলীয় শহর শার্ম আল-শেখে বৈঠকে যোগ দেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি, এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। তবে আলোচনার মাঝেই গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আট ফিলিস্তিনি নিহত ও ৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিবাচক মনোভাব ও বন্দি বিনিময়ের প্রস্তাব হামাস জানিয়েছে, তারা আলোচনায় ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং ৪৮ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির তালিকা জমা দিয়েছে। ওই তালিকায় আছেন দুই প্রভাবশালী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতি ও আহমাদ সাদাত। বারগুতিকে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উত্তরসূরি হিসেবে দেখা হয়। তিনি বর্তমানে ইসরায়েলে পাঁচটি যাবজ্জীবন ও ৪০ বছরের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করছেন। স্থায়ী যুদ্ধবিরতি নিয়েই মূল মতভেদ বিবিসি জানিয়েছে, ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে দুই পক্ষের ব্যাখ্যায় এখনো বড় ফারাক রয়ে গেছে। মূল বিতর্কের বিষয়গুলো হলো— স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মি-বন্দি বিনিময়, গাজা থেকে সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা, ও যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক কাঠামো। হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া বলেন, “আমরা চুক্তিতে রাজি হতে প্রস্তুত, তবে চাই যুদ্ধ সত্যিই শেষ হবে— এই দৃঢ় নিশ্চয়তা।” অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েল যুদ্ধের সব লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে।” মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, দুই বছরে ইসরায়েলের হামলায় ৬৭ হাজার ১৮৩ ফিলিস্তিনি নিহত, এর মধ্যে ২০ হাজার ১৭৯ জন শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অবরুদ্ধ গাজায় অপুষ্টিতে ৪৬০ জনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে ১৮২ জন গত আগস্টে জাতিসংঘ ঘোষিত দুর্ভিক্ষের পর মারা গেছেন। ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বিরুদ্ধে অভিযোগ গাজার গণহত্যায় ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলকে মারণাস্ত্র সরবরাহে ভূমিকা রাখার অভিযোগে ইতালির ৫০ জন বিশিষ্ট নাগরিক—আইনজীবী, অধ্যাপক ও মানবাধিকার কর্মী—এই মামলা করেছেন। ট্রাম্প ও জাতিসংঘের আহ্বান ওয়াশিংটনে ট্রাম্প বলেন, “হামাস ও ইসরায়েল যদি একমত হয়, তাহলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যাতে সবাই সেই চুক্তি মেনে চলে।” জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “ট্রাম্পের পরিকল্পনাটি এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটানোর একটি ঐতিহাসিক সুযোগ।”

৫৮ মিনিট আগে
জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছেন। দীর্ঘদিন পর খালেদা জিয়ার এই সফরকে ঘিরে দলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রাত প্রায় ১১টার দিকে তিনি মাজারে পৌঁছান এবং সেখানে কিছু সময় অবস্থান করে কুরআন তিলাওয়াত ও দোয়া করেন। এরপর ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের ফিরোজা বাসভবনের উদ্দেশে রওনা হন। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যিনি পরবর্তীতে সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, মাজারে যাওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ হঠাৎ নেওয়া। আগে থেকে দলের অন্য কোনো নেতাকে জানানো হয়নি। দলের এক নেতা বলেন, “ম্যাডাম হঠাৎ জানালেন তিনি মাজার জিয়ারত করবেন, তখনই আমরা প্রস্তুতি নেই।” খালেদা জিয়া সর্বশেষ ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন। এরপর অসুস্থতা ও চিকিৎসার কারণে আর যেতে পারেননি। দলীয় নেতারা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়া আগের তুলনায় ভালো আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি এখন নিয়মিত খাওয়া-দাওয়া করতে পারছেন।” তিনি আরও জানান, চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের অনুমতির ওপর নির্ভর করছে।

১ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত
খেলাধুলা
ওয়ানডেতে হারের বৃত্তে থাকল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল শেষ আট ওয়ানডের মধ্যে মাত্র একটিতে জয় অর্জন করতে পেরেছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে এই ধাক্কা ভাঙার আশা করেছিলো অধিনায়ক মেহেদী মিরাজ, যিনি আগের টি-২০ সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার মোমেন্টাম নিতে চেয়েছিলেন। তবে ব্যাটিংয়ের পুরনো সমস্যায় বাংলাদেশ ১৭ বল হাতে ৫ উইকেটে হারতে বাধ্য হয়েছে সিরিজের প্রথম ওয়ানডেতে। বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতা দলের উপর চাপ সৃষ্টি করে। মিডল অর্ডারের ব্যাটাররা—তাওহীদ হৃদয় ও মিরাজ—যদিও ফিফটি করে দলের ধাক্কা সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু লোয়ার মিডল অর্ডার জুটি ১০১ রানের পুঁজি কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৮ ওভার ৫ বল শেষে ২২১ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে ধাক্কা শুরুর তিন ব্যাটার মাত্র ৫৩ রানে হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ইনিংসের চতুর্থ ওভারে ১০ রান করে আউট হন। এরপর ওয়ানডের অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত ২ রানে সাজঘরে ফিরে যান। টি-২০ দিয়ে আলোচনায় আসা সাইফ হাসান ৩৭ বলে ২৬ রান করে বড় ইনিংস শুরু করতে পারলেও শেষ পর্যন্ত ক্যাচে আউট হন। মধ্য অর্ডার জুটি ধাক্কা সামলালো হৃদয় ও মিরাজের ১০১ রানের চতুর্থ উইকেট জুটি বাংলাদেশকে সাময়িক সান্ত্বনা দিয়েছে। হৃদয় ৮৫ বলে ৫৬ রানে রান আউটে আউট হন, আর মিরাজ ৮৭ বলে ৬০ রান করে বিদায় নেন। দু’জনের আউট হওয়ার পর বাংলাদেশ মাত্র ৪৬ রান যোগ করতে পারে। লোয়ার অর্ডার ব্যর্থতা জাকের আলী ১৬ বল খেলে ১০ রান করেন, নুরুল হাসান সোহান ৭ রান করেন। তানজিম সাকিব ও তানভীর ইসলাম যথাক্রমে ১৭ ও ১১ রান যোগ করেন। এই ব্যর্থতায় বাংলাদেশ পাওয়ারপ্লেতে ভালো শুরু করলেও জয় রক্ষা করতে ব্যর্থ হয়। আফগানিস্তানের সহজ জয় জবাবে নেমে আফগানিস্তান ৫২ রানের ওপেনিং জুটি সংগ্রহ করে। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম শুরুতে ইব্রাহিম জাদরান (২৩) এবং সাদিকুল্লাহ আতাল (২) আউট করেন। এরপর রহমত শাহ ও রহমানুল্লাহ গুরবাজ ৭৮ রানের জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনে। রহমত শাহ ৫০, গুরবাজ ৫০ রান করে দলের জয় নিশ্চিত করেন। পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ৪৪ ও অধিনায়ক শহিদী ৩৩ রান করে দলের স্কোরে অবদান রাখেন। বল হাতে বাংলাদেশ আফগানিস্তানের পেস অলরাউন্ডার ওমরজাই ও লেগ স্পিনার রশিদ খান তিনটি করে উইকেট নেন। ডানহাতি অফ স্পিনার আল্লাহ গজনফর দুই উইকেট নেন। বাংলাদেশের পেসার তানজিম তিনটি উইকেট নিতে সক্ষম হলেও তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ তাকে সঙ্গ দিতে পারেননি। ফলে বাংলাদেশ ওয়ানডের হারের বৃত্তেই থাকল, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয়ের জন্য বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

খবর৭১ ডেস্ক, অক্টোবর ০৯, ২০২৫ 0
ছবি : সংগৃহীত
ডাক বিভাগ যুগের সঙ্গে তাল মিলাতে ব্যর্থ, মানুষের আস্থা ফিরেনি লাখ কোটি ব্যয়েও

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হরে অবস্থিত একটি অবিভাগীয় পোস্ট অফিস। বাইরে স্থাপিত পুরনো পোস্ট বক্সটি রোদ-বৃষ্টিতে ফ্যাকাশে হয়ে গেছে, তালার উপর মরিচা জমেছে। কতদিন ধরে খোলা হয়নি, তা জানা যায় না। পোস্টম্যান হিসেবে ১৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম। তিনি জানান, দীর্ঘ কর্মজীবনে এখানকার পোস্ট বক্সে একচিলতে চিঠি আসেনি। মাঝে মাঝে বক্সটি পরিষ্কারের জন্য খোলা হয়। বড়হর ছাড়া দেশের অধিকাংশ পোস্ট অফিসের চিত্রও এভাবেই মিলেছে। একসময়ে চিঠি, দলিলপত্র, আর্থিক লেনদেনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ছিল ডাক বিভাগ। কিন্তু আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে না পারায় এই প্রতিষ্ঠান এখন সংকটাপন্ন। পোস্টম্যান আমিনুল ইসলাম বলেন, “আগে মানুষ পোস্ট বক্সে চিঠি ফেলে যেত। এখন অনলাইন যোগাযোগ ও মোবাইল ব্যাংকিংয়ের কারণে সাধারণ চিঠিপত্র প্রায় বন্ধ। অফিসের কিছু দায়িত্ব অবশ্যই আছে, তবে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিয়ে গড়ে ১০-১৫টি চিঠি বিলি করতে হয়। এগুলোর মধ্যে ব্যাংক, এনজিও ও আদালতের নোটিস এবং বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত নোটিসই বেশি।” ডাক বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে সরকার ডাক বিভাগে ব্যয় করেছে ৪ হাজার ৭০২ কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে মাত্র ১ হাজার ৪১৯ কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছরে লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৩ কোটি টাকার বেশি। বেতন, ভাতা ও পেনশনসহ কর্মকর্তা-কর্মচারীর জন্য ব্যয় হয়েছে ৩ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা। অধিকাংশ কর্মকর্তারা বলেন, সেবার মান না বাড়ানো, আধুনিকায়নের অভাব এবং সরকারি অনিয়মের কারণে ডাক বিভাগ আজ মানুষের আস্থা হারিয়েছে। বিপুল অর্থ খরচ করেও বিশেষ কিছু উন্নয়ন প্রকল্প মানুষের কাছে প্রতিফলিত হয়নি। উদাহরণস্বরূপ, ঢাকার আগারগাঁওয়ে ২০২১ সালে ৯২ কোটি টাকা ব্যয়ে নতুন ডাক ভবন উদ্বোধন করা হয়। ২০১৯ সালে ঢাকায় কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণে ৩৭৬ কোটি ৭৩ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৩৬৫ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ১৪ জেলায় মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার (এমপিসি) প্রকল্প বাস্তবায়ন করা হয়। ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের বিরুদ্ধে দুর্নীতি মামলাও হয়েছে। কর্মকর্তাদের ধরণগত অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে দুজন গ্রেফতার হয়েছেন। সিরাজগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গিয়ে দেখা যায়, ডাকঘরে কর্মচঞ্চলতা নেই। মিরসরাই উপজেলা ডাকঘরের মাস্টার গোপাল চন্দ্র নাথ বলেন, “ব্যক্তিগত চিঠি আসেনা, মূলত ব্যাংক ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নোটিস আসে। কিছু পার্সেল আসে অনলাইন শপ দারাজের সঙ্গে চুক্তির কারণে।” ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আল মাহবুব বলেন, “আমাদের কাজ মূলত মানুষের সেবা দেওয়া। আয়ের দিকে আমরা বিচার করি না। ব্যক্তিগত চিঠি কমেছে, কিন্তু কমার্শিয়াল চিঠি বেড়েছে। আমরা আধুনিকায়ন ও ট্র্যাকিং ব্যবস্থা চালু করেছি। সেবার মান বাড়ানোর কাজ চলছে।”

পুলিশ জবাবদিহিতা কমিশনের খসড়া চূড়ান্তে সভা বৃহস্পতিবার

জনবান্ধব, স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সরকার ‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫ (খসড়া)’ চূড়ান্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে। সভাটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে। বুধবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। সূত্র জানায়, সভায় কমিশনের কাঠামো, এখতিয়ার, অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া, জবাবদিহিতা নিশ্চিতে নাগরিক অংশগ্রহণ এবং কমিশনের স্বাধীনতা রক্ষার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া, পুলিশি অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য একটি স্বতন্ত্র তদন্ত ইউনিট গঠনের প্রস্তাবও উত্থাপিত হতে পারে। উল্লেখ্য, কমিশনটি গঠিত হলে নাগরিক অভিযোগের দ্রুত নিষ্পত্তি, পুলিশি ক্ষমতার অপব্যবহার রোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, “এই কমিশনের মূল লক্ষ্য হলো পুলিশকে জবাবদিহিতার আওতায় এনে জনগণের আস্থা ফিরিয়ে আনা। এটি বাস্তবায়িত হলে পুলিশের কাজের স্বচ্ছতা ও মানবাধিকার পরিস্থিতি উভয়ই উন্নত হবে।”


ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড বৃদ্ধি — ইতিহাসে প্রথমবার আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়াল

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে আবারও সোনার বাজারের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। ১৯৭০–এর পর সর্বোচ্চ উল্লম্ফন ১৯৭০–এর দশকের পর এটাই সোনার দামে সবচেয়ে বড় উল্লম্ফন। চলতি এপ্রিলের পর থেকে সোনার দাম বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ। সে সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, যা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করে। মার্কিন শাটডাউন ও তথ্য প্রকাশে বিলম্ব বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করা সরকারি শাটডাউন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব ঘটিয়েছে। এটিই বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে এবং সোনার দিকে ঝোঁক বৃদ্ধি করেছে। ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে সোনা সোনা দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে ‘নিরাপদ বিনিয়োগ’ (Safe Haven Asset) হিসেবে বিবেচিত। অর্থনৈতিক অস্থিরতা বা শেয়ারবাজারের পতনের সময়ও এর দাম সাধারণত বেড়ে যায় বা স্থিতিশীল থাকে। বিওই-এর সতর্কতা ব্যাংক অব ইংল্যান্ড (BoE) সতর্ক করেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর বাজারমূল্য এখন অতিরিক্ত ফুলে-ফেঁপে উঠেছে, যা আর্থিক বাজারে ‘তীব্র সংশোধনের ঝুঁকি’ (Correction Risk) তৈরি করছে। এশিয়া বাজারে নতুন রেকর্ড বুধবার বিকেলে এশিয়ার বাজারে স্পট গোল্ডের মূল্য বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৩৬ ডলার। সিঙ্গাপুরভিত্তিক ওসিবিসি ব্যাংকের রেইট স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টোফার ওং বলেন, “মার্কিন সরকারের অচলাবস্থা সোনার দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। তবে শাটডাউন দ্রুত শেষ হলে দাম কমতেও পারে।” বিশ্লেষকদের অভিমত ইউওবি ব্যাংকের প্রধান বাজার কৌশলবিদ হেং কুন হাউ বলেন, “সোনার এই নজিরবিহীন উত্থান বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। মার্কিন ডলারের দুর্বলতা ও খুচরা বিনিয়োগকারীদের ক্রয়ও বড় ভূমিকা রাখছে।” দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কৌশলগত সোনা কেনা, মার্কিন ট্রেজারি ও ডলারের ওপর নির্ভরতা কমানোই এই বৃদ্ধির মূল কারণ বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা ২০২২ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে ১,০০০ টনের বেশি সোনা কিনছে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যেখানে ২০১০–২০২১ সময়ে গড় ক্রয় ছিল মাত্র ৪৮১ টন। সবচেয়ে বড় ক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ড, তুরস্ক, ভারত, আজারবাইজান ও চীন। ইটিএফ বিনিয়োগে রেকর্ড প্রবাহ সব বিনিয়োগকারী সরাসরি সোনা না কিনে সোনানির্ভর এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF)-এ বিনিয়োগ করছেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইটিএফে ৬৪ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে — যা রেকর্ড। “অন্তত পাঁচ বছর ঊর্ধ্বমুখী থাকবে” সিঙ্গাপুরের সিলভার বুলিয়ন প্রতিষ্ঠাতা গ্রেগর গ্রেগারসেন জানান, তাদের গ্রাহকসংখ্যা গত এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। তার মতে, “সোনার দাম হয়তো সামান্য কমবে, কিন্তু বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে অন্তত পাঁচ বছর এর প্রবণতা ঊর্ধ্বমুখী থাকবে।” সূত্র: বিবিসি

ছবি : সংগৃহীত
ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় এই মরণব্যাধি জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে সারাদেশে নতুন করে ৪৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ১৫৮ জন, আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ২৯৮ জন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজারেরও বেশি ডেঙ্গু রোগী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ রোগীই আক্রান্ত হয়েছেন আগস্ট ও সেপ্টেম্বর মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে মশার প্রজনন বেড়ে গেছে। বিশেষ করে ঘর-বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে, যা থেকেই ডেঙ্গু ছড়ায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিদিন সকালে ও বিকেলে মশা নিধন কার্যক্রম চালানো, ফুলের টব, পুরোনো টায়ার, পরিত্যক্ত পাত্র ও ছাদের পানির ট্যাংক পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মোবাইল নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

ম্যাসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। ছোট বড় সবাই এই অ্যাপটি ব্যবহার করেন। আর সেজন্য গ্রাহকদের সুবিধার্থে নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় সংস্থাটি।   এবারও ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ খবর নিয়ে এসেছে তারা।   অ্যাপটি ব্যবহারে আর প্রয়োজন পড়বে মোবাইল নম্বরের! ভাবছেন, ব্যাপারটা ঠিক কী? মেটার সূত্র জানিয়েছে, আগামীতে মোবাইল নম্বর না থাকলেও যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে।     কিভাবে   মেটা সূত্রে জানা গেছে, গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এই ফিচারের নিয়ে আসার ভাবনা। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে মোবাইল নম্বর থাকা আবশ্যক। তবে আগামীতে আর এর প্রয়োজন পড়বে না!    জানা গেছে, ইনস্টাগ্রামের মতো করেই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ।   অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বিটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এই ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে।     প্রসঙ্গত, কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা—সব কিছুতেই মোটের ওপর ভরসা হোয়াটসঅ্যাপ।   তাই অ্যাপকে আরো আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা।     কয়েকদিন আগেই ট্রান্সলেট ফিচার এনেছে সংস্থা। এবার যে কোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘ট্রান্সলেট’ অপশন।   তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে অনুবাদ।  

ছবি: সংগৃহীত
হাটহাজারীতে গাড়িতে ২২ গুলি, ৪ সন্দেহভাজন আটক

চট্টগ্রামের হাটহাজারীতে সোমবার মদুনাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি কর্মী আবদুল হাকিম নিহত হয়েছেন। নিহত আবদুল হাকিমের গাড়িতে মোট ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে। গাড়িটির সামনের দুটি চাকা গুলিতে ফুটে গেছে। সামনের কাচ ও মূল বডিতে চারটি, বাম পাশের জানালায় ১২টি এবং চালকের পাশে ৬টি গুলি লেগেছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির গাড়ি থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি; রাজনীতি ও ব্যবসায়িক দ্বন্দ্ব উভয়কেই সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। রাউজানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, আটকদের পরিচয় যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। হত্যাকাণ্ডের পর মদুনাঘাট এলাকায় বাজার ও লোকসমাগম তুলনামূলক কমে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে বেশি কিছু বলতে রাজি নন। ঘটনাস্থলের আশপাশের দেয়াল ও ভবনের কিছু অংশ গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিএনপি জানিয়েছে, নিহত ব্যক্তি দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। দলটির নেতা–কর্মীরা হত্যার প্রতিবাদে এলাকায় মিছিল করেছেন এবং হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি করেছেন। গুলিবিদ্ধ আবদুল হাকিমের সঙ্গে ছিলেন চালক মুহাম্মদ ইসমাইল, যিনি আহত হয়েছেন। হাকিম রাউজানের বাগেওয়ান ইউনিয়নের বাসিন্দা এবং তিনি একজন হারবাল ব্যবসায়ী ও গরুর খামারি ছিলেন। মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ড মাত্র কয়েক মিনিটে সংঘটিত হয়েছে। হামলাকারীরা পেশাদারিত্বের সঙ্গে গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছেন এবং পরে মোটরসাইকেলে পালিয়ে যান। উল্লেখ্য, রাউজান এলাকায় গত কয়েক মাসে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা পূর্বেও ঘটেছে, যেখানে রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব ছিল।

নিউজ ক্লিপস

খেলাধুলা

  • ফুটবল
  • ক্রিকেট

জনপ্রিয় সংবাদ

মতামত

আমাদের অনুসরণ করুন

ট্রেন্ডিং

ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন বিভাগ গঠনের পথে সরকার

বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে। এর ফলে আগে আলোচিত পদ্মা-মেঘনা নামের কোনো বিভাগ হচ্ছে না। একই সঙ্গে কুমিল্লা ও চট্টগ্রামে নতুন দুটি উপজেলা সৃষ্টির সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়েছে।   সরকারি সূত্র জানায়, চলতি মাসেই প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেই ফরিদপুর ও কুমিল্লা বিভাগ গঠনের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি নতুন উপজেলাও ঘোষণার তালিকায় যুক্ত হতে পারে।   প্রশাসনিক পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রি-নিকার বৈঠক সম্পন্ন হয়েছে। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি বিভাগ সৃষ্টির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। একই সঙ্গে কুমিল্লার মুরাদনগর এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে দুটি নতুন উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়।   জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা। অপরদিকে কুমিল্লা বিভাগ গঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে।   প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন বিভাগ ও উপজেলা সৃষ্টির মাধ্যমে সেবাদান প্রক্রিয়া আরও বিকেন্দ্রীকৃত হবে। তবে এর ফলে সরকারি ব্যয়, প্রশাসনিক অবকাঠামো এবং জনবল বণ্টনের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।   এভাবে নিকার বৈঠকে অনুমোদন পেলে বাংলাদেশের বিভাগ সংখ্যা দাঁড়াবে ১০টি।  

অক্টোবর ০১, ২০২৫
আন্তর্জাতিক
বিনোদন
অন্যান্য
সর্বশেষ

জাতীয়
বিশ্ব
অর্থনীতি
সারাদেশ
টেলিকম ও প্রযুক্তি
প্রবাসী