সুন্দরগঞ্জে হামলার শিকার জাপা নেতাকে ঢাকায় প্রেরণ

0
261

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার পাঁচপীর বাজারের জাপা নেতা মাইদুল ইসলাম টিক্কার উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার বিকেলে চন্ডিপুর ইউনিয়নের মৃত রফিকুল ইসলাম মোল্লার ছেলে মাইদুল ইসলাম টিক্কা স্থানীয় পাঁচপীর বাজারে এলে চন্ডিপুর গ্রামের মৃত নেজাবত হোসেনের ছেলে আলম মিয়ার নেতৃত্বে ফয়সাল, শাহজাহান ওরফে বাদশা, হোসেন মিয়া, সোহেল মিয়া, বিদ্যুৎ মিয়াসহ ১৫/১৬ জনের একটি দল টিক্কার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় জাপা নেতা টিক্কাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। সেখানে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এরপর সেখানে ও অবস্থার উন্নতি না হওয়ায় আশঙ্কজনক অবস্থায় টিক্কাকে ঢাকাস্থ শের-ই বাংলানগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটএ পাঠান রমেক হাসপাতাল কর্তৃপক্ষ। জাপা নেতা টিক্কার ছোট ভাই মাসুদ পারভেজ জানান, হামলাকারী আলম মিয়া চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হিসেবে এলাকায় বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে থাকে। শুধু তাই না; সহিংসতামুলক কর্মকান্ড আলম বাহিনীর দ্বারা একের পর এক ঘটতে থাকে। সম্পত্তি তার ভাই মাইদুল ইসলাম টিক্কা জাতীয় পার্টিতে যোগদান করলে তার উপর আলম বাহিনী এ হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে টিক্কার কোন পারিবারিক বা আর্থিক যোগাযোগ নেই। এছাড়া, টিক্কা একজন সমাজসেবক হিসেবে চন্ডিপুর ইউপির বিগত নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হলেও ব্যাপক ভোট পেয়েছিলেন সেক্ষেত্রেও ভবিষ্যতে রাজনৈতিক অথবা জনপ্রতিনিধিত্বের অন্তরায় ভেবে এ হামলা চালাতে পারে বলে ধারণা করেন মাসুদ পারভেজ।
চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়াসহ স্থানীয় সচেতন মহলের অনেকেই হামলার ঘটনা শুনেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন।
জাপা নেতা মাইদুল ইসলাম টিক্কার উপর নৃশংস হামলার তীব্র নিন্দা, ক্ষোভ, প্রকাশ পূর্বক সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। তাঁর প্রেস সেক্রেটারী আব্দুল্লাহ আল-মামুন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) প্রকাশিত এক বর্তায় এ কথা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here