‘নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, জাতিসংঘের কিছু বলার নেই’

0
31

অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ‍্যোগকে জাতিসংঘ সমর্থন করে- এমনটা জানিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়। এ নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিক‍্যাব টকে’ তিনি এ কথা বলেন।

আবাসিক সমন্বয়কারী বলেন, নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ।
ঐক‍মত্য কমিশননের কাজে জাতিসংঘ সন্তুষ্ট জানিয়ে গোয়েন লুইস বলেন, ঐক‍্যমত কমিশনের কাজ জটিল। তিনি প্রত্যাশা করেন তাদের এই উদ্যোগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সহায়তা করবে।
সংস্কার ইস্যুতে তিনি বলেন, নির্বাচন আগে সংস্কার হবে কি না সে বিষয়ে বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজে সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়।
সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন জাতিসংঘের এই কর্মকর্তা। ডিক্যাব টকে তিনি জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই ছোট আকারে তা চালু হবে।

মানবিক করিডোরের বিষয়ে গোয়েন লুইস বলেন, মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। তাহলেই শুধু সহায়তা করতে পারে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here