প্রতীকসহ দলীয় নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াত: ইসি

0
36

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতীকসহ দলীয় নিবন্ধন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ জুন) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতীকসহ দলীয় নিবন্ধন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে। অতিদ্রুত তারা নিবন্ধন ফেরত পাবে।

এর আগে গত ২ জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। তবে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা বিষয়ে কোনো আদেশ দেননি দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত যেকোনো অমীমাংসিত সমস্যা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যদি থাকে, তার সাংবিধানিক আদেশ পূর্ণ প্রয়োগের মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা থাকবে কিনা সে বিষয়ে কোনো আদেশ দেননি দেশের সর্বোচ্চ আদালত। এরই মধ্যে প্রকাশিত রায়ের সংক্ষিপ্ত আদেশ নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে বলে জানান জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here