বাছাই শেষে লা লিগা ইউথ টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ১৬ বাংলাদেশি কিশোর ফুটবলার

0
108

খবর ৭১:  Hello Superstars এর তত্ত্বাবধানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবার লা লিগা ইউথ টুর্নামেন্ট ২০২৫, মালয়েশিয়ায় বাংলাদেশের অনূর্ধ্ব -১৬ এর একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ।

এই দল গঠনের অংশ হিসেবে অনূর্ধ্ব-১৬ এবং ঊর্ধ্ব-১৪ কিশোর ফুটবলারদের (স্থানীয় ক্লাব, একাডেমি এবং ব্যক্তিগত পর্যায়) এই টুর্নামেন্টে বিনা খরচে অংশগ্রহণের করার জন্য অনলাইনে বাছাই শেষে মাঠ পর্যায়ের বাছাই পর্ব আজ ১৬ই জুন,২০২৫ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি ) , সাভার , ঢাকা – এর এথলেটিক্স ট্র্যাক মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

মাঠ পর্যায়ে উক্ত বাছাই প্রক্রিয়ায় বিকেএসপির সাবেক মহাপরিচালক লে. কর্নেল (অব:) এম এ লতিফ খানের নেতৃত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ , মামুনুল ইসলাম মামুন এবং জাহিদ হাসান এমিলি। এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৬ জনের একটি সেরা দল নির্বাচিত করা হয়েছে যারা আগামী জুলাই মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইউথ টুর্নামেন্ট ২০২৫ এ Hello Superstars এর তত্ত্বাবধানে বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অধীনে অংশগ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here