বাংলদেশে বিনিয়োগ করতে যাচ্ছে ভিয়েতনামের বিখ্যাত রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান “কোভা পেইন্ট”

0
94

খবর ৭১: ভিয়েতনাম,মালেয়শিয়া, সিংগাপুর ও দক্ষিন কোরিয়ার পর এই বছরই বাংলাদেশে নিজ বিনিয়োগে প্রতিষ্ঠা করতে যাচ্ছে “কোভা পেইন্ট বাংলাদেশ” শিল্প প্রতিষ্ঠান। আজ কুয়ালালামপুরের এক পাঁচ তারকা হোটেলে ভার্সেটালো গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষরিত হয়। কোভা’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ও নির্বাহী পরিচালক লি কুয়ান খান এবং ভার্সেটাইলো গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ড. কামরুল আহসান।

কোভা পেইন্ট দীর্ঘ তিন দশকের অধিক সময় সফলতার সাথে ব্যবসা করে আসছে এবং বর্তমানে ভিয়েতনামের রং ব্যবসার ২৫% মার্কেট শেয়ার তাদের দখলে। বর্তমানে ভিয়েতনামে ১২ টি অত্যাধুনিক উৎপাদন ফ্যক্টরীসহ সিঙ্গাপুর, কোরিয়া ও মালয়েশিয়াতে ব্যবসা পরিচালনা করছে, অনুরূপভাবে বাংলাদেশে কোভা পেইন্ট ভিয়েতনাম, অত্যাধুনিক প্ল্যন্ট স্থাপনার মাধ্যমে প্রতিদিন দেড়শ টন রঙ উৎপাদনের মাধ্যমে ব্যবসা শুরু করবে। বাংলাদেশের আভ্যন্তরিন বাজার ছাড়াও তারা সার্ক মার্কেটে রং রপ্তানী করবে। ইতোমধ্যে ভারত ও মালেয়শিয়ার হতে প্রাপ্ত অর্ডার কোভা তার বাংলাদেশ ফ্যাক্টরি হতে রপ্তানী করার পরিকল্পনা গ্রহন করেছে।

ভার্সেটিলো গ্রুপ চেয়ারম্যন ড. কামরুল আহসান তাদের সাথে যৌথ চুক্তিনামার মাধ্যমে ভিয়েতনাম হতে বাংলাদেশে এই বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের নতুন আরেকটি মাইলফলক হবে বলে আশা প্রকাশ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোভা নেনোর জেনারেল ম্যানেজার এনজিও সি মাই ডুয়েন, ভিয়েতনাম মালয়েশিয়া বিজনেস এসোসিয়েশনের ভাইস‌ প্রেসিডেন্ট মিস ভেন এনগুয়েন ও পরিচালক জনি লিওং, ভার্সেটিলো গ্রুপের ডেপুটি সিইও মোহাম্মদ জে আজিজ, আইটি প্রজেক্ট হেড আফসানা তন্বি, শেখ আলতাফ, হ্যালো সুপারস্টারস এর নির্বাহী পরিচালক গেজেল মোহসেনজাদেহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here