বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

0
73

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। সে একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।

তিনি জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করতো। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায়। রাতে চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি।

তিনি জানান, প্রদীপের পরিবারের সদস্যদের নিয়ে কুলাউড়া থানায় আছি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here