হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের

0
68

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে বড় হারে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ২০২ রানের লক্ষ্য পেয়ে ১৬৪ ও ১৪৪ রানে অলআউট হয়েছে লিটন দাসের দল। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি হয়ে উঠেছে টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই। লিটনের নেতৃত্বে এই ম্যাচে জয় পেলে প্রথমবার পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এপর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ, সবগুলোতে হার, ২০২০ সালের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল করোনার কারণে।

সিরিজজুড়ে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই প্রত্যাশার কাছাকাছিও যেতে পারেনি টিম টাইগার্স। বোলাররা রান বিলিয়েছেন দুহাত খুলে। ব্যাটাররা রান করতে পারেননি প্রত্যাশামত, ছিলেন খোলসবন্দি। যে কয়েকজন কিছুটা ঝলক দেখিয়েছেন তারাও থেমেছেন ৩০-৪০ রানের ঘরে। সিরিজে বাংলাদেশের হয়ে একমাত্র ফিফটি পেসার তানজিম হাসান সাকিবের।

শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অধিনায়ক লিটন। দ্বিতীয় ম্যাচের পর বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের সবার বসে চিন্তা করতে হবে কীভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’ সবমিলিয়ে টি-টুয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের জয় ১৮টিতে এবং বাংলাদেশ জয় কেবল ৩টিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here