নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প

0
192

খবর ৭১: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। স্থানীয় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।

ইউনাইটেড স্ট্যাট জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১।

ইউএসজিএস জানিয়েছে, ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এদিকে ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।

ভূমিকম্পের ঠিক আগেই দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধ্বসের ঘটনা ঘটে। অনেক স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here