প্রভুর মতো আচরণ করলে চলবে না: সিইসি

0
215

খবর৭১ঃ কর্মকর্তাদের প্রভুর মতো আচরণ করা থেকে বিরত থেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেছেন, আমাদের প্রভুর মতো আচরণ করলে চলবে না।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক কর্মশালায় সিইসি এ কথা বলেন।

এ নিয়ে সিইসি আরও বলেন, আমরা কাজে যোগ দিই জনগণের ভৃত্য হিসেবে। আর কাজের সময় প্রভুর মতো আচরণ করি। কিন্তু আমাদের প্রভুর মতো আচরণ করলে চলবে না। আমাদের অন্তর দিয়ে জনগণের সেবক হিসেবে নিজেদের মেনে নিতে হবে।কিছু কিছু মানুষের জন্য আমাদের সুনাম নষ্ট হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি দক্ষতার সঙ্গে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন না করে, তাহলে পুরো নির্বাচন কমিশনকে সেই বদনামের দায়ভার নিতে হবে। এ বিষয়টি নজরে রাখতে হবে।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ আয়োজিত কর্মশালায় ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here