আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

0
153

খবর৭১ঃ অস্ট্রেলিয়ায় পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে দুগ্রুপে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকাসহ আট দল।

রোববার প্রথম ম্যাচেই অঘটন! এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে পুঁচকে দল নামিবিয়া। দিনের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নেদারল্যান্ডস।

সোমবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

আজ মাঠে নামবে বাংলাদেশও। তবে এটি প্রস্তুতি ম্যাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন টাইগাররা।

তার আগে প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে সাকিব বাহিনী।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মোহাম্মদ নবির দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচ ঘিরে গতকাল অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা। জানা গেছে, দলের টেলএন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন।

এদিকে ব্যাটার সাব্বির রহমান ও পেস অলরাউন্ডার সাইফউদ্দিন বাদ পড়ায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম।

আজ মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্যকে। এর আগে নাজমুল হোসেন শান্তকে মেকশিফট ওপেনার হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তাকে দেখা যেতে পারে ওয়ানডাউনে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here