ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

0
53

ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, “গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। বৃহস্পতিবার থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া।” খবর আল জাজিরার।

এর আগে গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ কলম্বিয়ার প্রেসিডেন্টের এ ঘোষণাকে ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here