ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কেক কাটা,র্যালী ও আলোচনাসভা সহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কযেকটি সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে শিশুদের নিয়ে জন্মশত বার্ষিকীর কেক কাটা হয়। পরে বিদ্যালয় সম্মেলন কক্ষে এসে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের স ালনায় নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, সিভিল ফায়ার ডিফেন্স কর্মকর্তা খোকন জমাদ্দার,মুক্তিযোদ্বা,শিশু কিশোর প্রমুখ।
এছাড়া সরকারী কে,এম কলেজ,কাজী সামসুন্নেছা বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথকভাবে দিবসটি পালিত হয়।