ডিআরইউ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

0
64

আজ ৬ এপিল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন, দিল্লীর প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে ডিআরইউ সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, সাঈদ শিপন, মহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার মহিন, মো: শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিআরইউ’র সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, কবির আহমেদ খান, নুরুল ইসলাম হাসিব, মাইনুল হাসান সোহেল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, অপর অংশের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here