কোচিং না করায় এসএসসি পরীক্ষা দেয়া হলো না রাকিবুলের

0
280

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি;
স্কুলে কোচিং না করায় এবছর এসএসসি পরীক্ষা দিতে পারেনি ঈশ্বরগঞ্জ উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাকিবুল। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারী পরীক্ষার্থী রাকিবুল প্রবেশপত্র ও রেজি. কার্ড আনতে স্কুলে গেলে কর্তব্যরত অফিস সহকারী জানান, ফরম পূরণে ত্রæটি জনিত কারনে বোর্ড থেকে প্রবেশপত্র ও রেজি: কার্ড আসে নাই। পরে সহপাঠীদের কাছে রাকিবুল জানতে পারে যে তার প্রবেশপত্র ও রেজি: কার্ড অফিসে এসেছে। গত ৩১ জানুয়ারী অধ্যক্ষের নিকট গিয়ে প্রবেশপত্র ও রেজি: কার্ড চাইলে তিনি ফরম পূরণসহ অন্যান্য বকেয়া থাকায় প্রবেশপত্র ও রেজি: কার্ড দিবেন না বলে জানান। ৩ ফেব্রæয়ারী পরীক্ষার্থী তার অভিভাবক বড় ভাই জুলহাসকে নিয়ে অধ্যক্ষ সাহেবের কাছে প্রবেশপত্র দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করলে তিনি জানান তার বিদ্যালয়ে নির্ধারিত কোচিং না করায় তাকে পরীক্ষা দিতে দেয়া যাবে না। এ বিষয়ে জানার জন্য অধ্যক্ষ আব্দুল হালিমকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, পরীক্ষার আগে ওই পরীক্ষার্থী কোন অভিযোগ করে নাই।আগামী পরীক্ষাগুলো দেয়ার জন্য পরীক্ষার্থীকে প্রবেশপত্র ও রেজি: কার্ড দিতে অধ্যক্ষকে বলা হয়েছে । পরীক্ষার্থীর অভিযোগ তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া জানান, অধ্যক্ষ আমাকে জানিয়েছেন ওই পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজি:কার্ড নিতে তাঁর অফিসে যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here