কিউবার গুয়ানতানামো বে কারাগার চালু রাখার আদেশে সই করেছেন:ডোনাল্ড ট্রাম্প

0
397

খবর৭১:কিউবার গুয়ানতানামো বে কারাগার চালু রাখার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিতর্কিত ওই কারাগারটি বন্ধ করে দিতে চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।বর্ষপূর্তিতে নিজের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও এ আদেশের কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

নিউ ইয়র্কে ৯/১১ হামলার পর থেকে গুয়ানতানামো বে-র স্থাপনাটিকে ‘শত্রুপক্ষের যোদ্ধাদের’ আটক রাখার জন্য ব্যবহার করতে শুরু করে ওয়াশিংটন। বর্তমানে ওই কারাগারটিতে মাত্র ৪১ জন বন্দি আছেন।

প্রেসিডেন্ট ওবামার আমলে ওই কারাগারের কয়েকশত বন্দিকে অন্যান্য জায়গায় স্থানান্তর করা হয় এবং কারাগার বন্ধের প্রক্রিয়া শুরু হয়। তবে এই কারাগারটি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া থামিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসও জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রয়োজন হবে তখন মার্কিন প্রশাসন শত্রুপক্ষের যোদ্ধাদের এই কারাগারটিতে রাখতে পারবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here