৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল এন.

0
323

খবর৭১:৩ দিনের সফরে রোববার রাতে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল এন. রোসেনব্লুম।

ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এ ছাড়া তিনি মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ইন্দো-প্যাসিফিক রিজিওন’ শীর্ষক বক্তৃতা দেবেন তিনি। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশসহ এ অঞ্চলের সম্পর্কের বিষয়টি তার বক্তৃতার মূল বিষয় হবে।

রোসেনব্লুম চলতি মাসেই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী মন্ত্রী নিযুক্ত হয়েছেন। এর আগে গত বছরের অক্টোবর পর্যন্ত তিনি শুধুমাত্র মধ্য এশিয়ার পাঁচ দেশ কাজাখস্থান, কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে দায়িত্ব গ্রহণের পর এ অঞ্চলের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখাই তার এ সফরের মূল উদ্দেশ্য। বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কা যাবেন তিনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here