কপিলমুনতে যাত্রীবাহী বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত

0
484

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা-খুলনা প্রধান সড়কের কপিলমুনির পার্শ্ববর্তী ঘোষ নগর খেঁয়াঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে সাইকেল আরোহী ৩ জনের সকলেই গুরুতর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে তালা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা যথাক্রমে মোঃ মুজাহিদ হেসেন(২২),পিতা জিয়াউর রহমান খাঁ,গ্রাম দাশকাটি,সুমন মোড়ল(২৫),পিতা শাহাদাৎ মোড়ল,গ্রাম খলিল নগর ও রিপন গাজী(২৫),পিতা আব্দুল গাজী,গ্রাম নলতা।
প্রত্যক্ষ দর্শীরা জানায়,গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-চ-৫৬৪৭ পাইকগাছার দিকে যাচ্ছিল পথিমধ্যে তালার ঘোষ নগর খেঁয়াঘাট এলাকায় পৌছালে খোঁঘাট এলাকা থেকে ঐ তিন যুবক মোটর সাইকেল সাতক্ষীরা হ-১৩-৭৯০৩ যোগে প্রধান সড়কে উঠছিল। এসময় অসাবধনতাবশত তাদের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি কোন প্রকার ব্রেক না করে মটরসাইকেলসহ তাদের প্রায় ৫ শ’গজ টেনে নিয়ে জনৈক নারান পালের টালী ভাটার সামনে এসে দাঁড়ায়। তাৎক্ষণিক এলাকাবাসী আরোহীদের আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে পাঠায়। পরে তাদের অবস্থা আরো বেগতিক হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ ঘাতক বাসটিকে উদ্ধার করলেও চালকসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here