রাশিয়ার বিরুদ্ধে আবারো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র

0
310

খবর৭১:রাশিয়ার বিরুদ্ধে আবারো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে, রাশিয়ার কতিপয় ব্যক্তি ও কোম্পানিকে এ নিষেধাজ্ঞার আওতায় আনবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক ঘোষণাপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২০১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। শুক্রবারের নতুন এ নিষেধাজ্ঞায় আরও ২১ জন রুশ কর্মকর্তা ও নয়টি রুশ কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়ার ওইসব ব্যক্তি ও কোম্পানিরা ক্রিমিয়া প্রজাতন্ত্রে জার্মানির সিমেন্স কোম্পানির তৈরি গ্যাস টার্বাইন সরবরাহ করেছে।

এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার উপ জ্বালানিমন্ত্রী আন্দ্রে চেরেজোভ রয়েছেন।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
দিমিত্রি পেসকভ বলেন, ‘মার্কিন এই নিষেধাজ্ঞা প্রতিহত করতে সতর্ক ব্যবস্থা গ্রহণ করবে রাশিয়া। ‘

প্রসঙ্গত, ২০১৪ সালের জানুয়ারি মাসে ইউক্রেনের সাবেক প্রজাতন্ত্র ক্রিমিয়া রুশ ফেডারেশনে যোগ দেয়। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
খবর৭১/জ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here