প্রাণি সম্পদ সপ্তাহ দিবস পালিত গোদাগাড়ীতে ৬ষ্ঠ জেলা কাব কাম্পুরী উদ্বোধন

0
322

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রসাশন ও বাংলাদেশ স্কাউট গোদাগাড়ী শাখার আয়োজনে ৬ দিন ব্যাপি ৬ষ্ঠ রাজশাহী জেলা কাব কাম্পুরী উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় মহিষালবাড়ী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক,বাংলাদেশ স্কাউট গোদাগাড়ী শাখার কমিশনার এনামুল হক,উপজেলা শিক্ষা অফিসার শামসুল কবির,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুন নাহার রুবিনা,শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক,পৌর আওয়ামীগের সভাপতি আলহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রকুনুজ্জামান সরকার প্রমুখ। উপজেলার মোট ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২০ জন শিক্ষার্থী মোট ৬০ টি দল করে এই কাব কাম্পুরীতে অংশগ্রহন করে। পাঁচ দিনের কর্মসূচি শেষে ২৬ জানুয়ারি সকালে স্কাউটরা কাম্পুরি ত্যাগ করবে। ‘কাব স্কাউটের মূলমন্ত্র হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। যথাসাধ্য চেষ্টা করা অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকব না। এবং কাব স্কাউটিং করবো ডিজিটাল বাংলাদেশ গড়বো। যে কোনো কাজ, যে কোনো চ্যালেঞ্জ সামনে আসুক না কেন সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। এই আত্মবিশ্বাসটা সব সময় নিজের মধ্যে থাকতে হবে। ৬ দিনব্যাপী ৬ষ্ঠ রাজশাহী কাব কাম্পুরি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন তিনি বলেন, ‘আমরা চাই আমাদের প্রতিটি প্রাইমারি স্কুল থেকেই স্কাউটের কার্যক্রম শুরু হউক। তাতে ছেলে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠবে। এই অভ্যাসের ফলে তাদের চরিত্র গঠনে বিরাট অবদান রাখবে। কারণ দেশ সম্পর্কে তার ভালবাসা বাড়বে, পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালবাসা বাড়বে। পরবর্তীকালে অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশীর প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা পালনে প্রচেষ্টা চালাবে। এই মানসিকতা গড়ে ওঠলে আমাদের দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ আরো উন্নত হবে।‘জাতির পিতার স্বপ্ন ছিল এ দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। কোনো মানুষ গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। বাংলাদেশকে আমরা সেভাবে এগিয়ে নিতে পারবো। এ দিকে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় র‌্যালীটি উপজেলা শাপলা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়ে আলোচনা সভা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক,গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার একরামুল হক,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাঃ আশিকুর রহমান,উপজেলা সমবায় অফিসার বায়েজিদ ওয়ারেছী।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here