দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

0
372

খবর৭১:দেশের কোনো কোনো অঞ্চল থেকে শৈত্য প্রবাহ কেটে গিয়ে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এরই মধ্যে আবহাওয়া অফিস থেকে জানা গেছে আরো দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

রবিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা হলো ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে দেখা যায় ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ জানুয়ারির পর থেকে দেশের উত্তরাঞ্চলসহ কিছু অঞ্চলে স্বাভাবিক তাপমাত্রা কমে যেতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here