দ.কোরিয়ার সঙ্গে আবারো হটলাইন চালু করবে উ. কোরিয়া

0
370

খবর৭১: শীতকালীন অলিম্পিকে সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা সহজ করার জন্য আবার টেলিফোন হটলাইন চালু করবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এক খবরে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ৩টায় আন্তঃকোরীয় যোগাযোগ চ্যানেল আবারো কার্যকর হবে।

বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার এক কর্মকর্তা বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে টেলিফোন হটলাইন আবারো চালু করার বিষয়ে টেলিভিশনে ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে খেলোয়াড়দের পাঠানোর প্রস্তাব নিয়ে হটলাইনে যোগাযোগ করা হবে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপ ও অলিম্পিক গেমসে তাদের খেলোয়াড়দের পাঠানোর আগ্রহ প্রকাশ করার পর হটলাইন চালু করার ঘোষণা দিল পিয়ংইয়ং। তবে ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে এখনো পর্যন্ত উচ্চপর্যায়ে সংলাপে বসেনি দুই কোরিয়া।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here