দুপচাঁচিয়ায় সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

0
360

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপচাঁচিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যৌথ আয়োজনে  সোমবার সকালে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পালিত হয়েছে। এ উপলক্ষ্যযে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুদেব কুণ্ডুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৌফিক আলম, সদস্য আখতারুজ্জামান তুহিন, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আনিছুল ইসলাম লিটন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য এদিন উপজেলা পরিষদের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টিফিন নিয়ে আনার জন্য ৮হাজার শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণের উদ্বোধন করা হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here