দেশে মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর

0
58

গত বছরের তুলনায় প্রত্যাশিত দেশে গড় আয়ু অপরিবর্তিত রয়েছে যা ৭২ দশমিক ৩ বছর। রোববার (২৪ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য পাওয়া যায়।

বিবিএসের জরিপে দেখা যায়, এছাড়া দেশে ২০২২ সাল থেকে ২০২৩ সালে জনসংখ্যা ১৭ লাখ বেড়েছে। ২০২২ সালে জনসংখ্যা ছিলো ১৬ কোটি ৯৮ লাখ, আর ২০২৩ সালে জনসংখ্যা দাড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ।

অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মমহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিসংখ্যান অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here