রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেল ব্রাজিলিয়ান মডেলের

0
209

খবর৭১ঃ
রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের পাশাপাশি লড়াই করছিলেন ব্রাজিলিয়ান মডেল থালিত দো ভ্যালে। যিনি শুধু মডেলই নন, একজন স্নাইপারও বটে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান, ডেইলি মিরর ও মার্কিন সংবাদ মাধ্যম দ্য বিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ইউক্রেনের খারকিভে যে বাঙ্কারে থালিতো আশ্রয় নিয়েছিলেন, সেখানেই আঘাত হানে রাশিয়ার গোলা।

৩৯ বছর বয়সী এই স্নাইপার শুধু ইউক্রেনই নয়, ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধেও লড়াই করেছেন।

ডগলাস বুরিগোও নামে আরেকজন ব্রাজিলিয়ান যোদ্ধাও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

ইউক্রেন যুদ্ধে তার অংশগ্রহণের বিভিন্ন ভিডিও ইউটিউব ও টিকটকে পোস্ট করতেন থালিতো।

ইরাকেই স্নাইপার হওয়ার প্রশিক্ষণ পেয়েছিলেন থালিতো। ইরাকে তার লড়াইয়ের বিভিন্ন ভিডিও’ও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন তিনি। সেই তথ্য নিয়ে বইও লেখা হচ্ছিল।

স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসেবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে পশুদের উদ্ধার করতেন থালিতো। গত তিন সপ্তাহ ধরে তিনি ইউক্রেনে ছিলেন বলে ব্রাজিলিয়ান স্নাইপারের ভাই থিও রডরিগেজ ভিয়েরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here