আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

0
37

চলতি মে মাসের শেষ দিকে ও আগামী জুনের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ রোববার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
শেরে বাংলায় এক সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এ দুই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন। তার সহকারী ঘোষণা করা হয়েছে শেখ মেহেদীকে।
লিটন অবশ্য আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে সেটি বেশি নয়, মাত্র ৪ ম্যাচে।
চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। নিয়মিত অধিনায়কের অনুিস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দেন লিটন। ওই সফরে লিটনের নেতৃত্বে সিরিজ জেতে বাংলাদেশ। উইকেরক্ষক ব্যাটারের সেই সফলতার ওপর ভিত্তি করে তাকে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করা হয়েছে।
নিয়মিত অধিনায়ক হিসেবে লিটনের প্রথম পরীক্ষা আরব আমিরাত সিরিজ। ওপরে এই সিরিজের সূচি উল্লেখ করা হয়েছে।
আর ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় এই দুই সিরিজে নেই দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ।
পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী ২৫ মে ফয়সালাবাদে। ২৭ মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে যথাক্রমে ৩০ মে এবং ১ ও ৩ জুন।
বাংলাদেশের ১৬ সদেস্যর স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here