ঈদে নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

0
146

খবর৭১ঃ ঈদের আগের ৫ দিন এবং পরের ৫ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার বিআইডব্লিউটিএ থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে গত ৩ জুলাই মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচল সাত দিনের জন্য নিষেধ করার কথা জানানো হয়। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।এই আদেশের কারণে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে গেল। এমন নিষেধাজ্ঞার কারণে বাইকাররা তীব্র অসন্তুষ্ট ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

গেল ঈদুল ফিতরে লাখো মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন। ফলে ঈদ ঘিরে বিভিন্ন সড়কে যে দীর্ঘ যানজট দেখা যেত, সেটি দেখা যায়নি।এতে গণপরিবহণেও বাড়তি ভিড় ছিল না। প্রতি বছর বাসের টিকিটের জন্য যাত্রীদের যে দুর্ভোগ আর চড়া মূল্য দিতে হতো, গেল ঈদে সেটি দেখা যায়নি। ফলে মানুষের ঈদ যাত্রা ছিল নির্বিঘ্ন ও বেশ আনন্দের। এরপরই পরিবহণ মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের কাছে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here