আগামী সপ্তাহে চেকে তোলা যাবে নগদ ৫ লাখ টাকা

0
25

ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা তোলার পরিমাণ আরও এক লাখ টাকা বাড়লো বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহের প্রথম দিন রোববার থেকে নগদ ৫ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত সপ্তাহে ব্যাংক থেকে নগদ সর্বোচ্চ ৪ লাখ টাকা তোলার সুযোগ ছিল। নতুন এই সিদ্ধান্ত শনিবার সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে।

গণআন্দোলনের মুখে সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং সেদিনই ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আগামী সপ্তাহ থেকে চেকের মাধ্যমে ৫ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু হয়। তারপরই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ নগদ টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে নির্দেশনা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here