সচিবালয়ে দর্শনার্থী ঢুকতে পারবেন না প্রতি সোম ও বৃহস্পতিবার

0
41

এখন থেকে সপ্তাহে দুদিন প্রতি সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। বুধবার (২৮ মে) এ নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. জসিম উদ্দীনের স্বাক্ষরিত এ চিঠি থেকে বলা হয়, বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

চিঠি থেকে জানা যায়, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পরবর্তী নির্দেশনা দেওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে।

এতে বলা হয়, এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বাদে সব শ্রেণি-পেশার মানুষের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here