ত্রান বিতরণকালে-খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের

0
184

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো
সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব
হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ত্রান বিতরণকালে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, অকাল বন্যায় নিম্মাঞ্চলের বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্থ এসব মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বুধবার ছাতক পৌর শহরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় ত্রান বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম মহা সচিব অধ্যাপক আব্দুল জলিল, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, খেলাফত মজলিস নেতা ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আকিক হোসাইন, মাওলানা আখতার হোসাইন, হাফিজ মাওলানা আবু সাইদ, মাওলানা দ্বীন মোহাম্মদ, কেএম সুলায়মান আহমদ, ফখরুল আমিন, হাফিজ সিদ্দিক আহমদ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মনজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফিজ মাওলানা আছাদ আহমদ, মাওলানা লায়েক আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নূরুল আমিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নোমান আহমদ, ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি আবু সালেহ, সেক্রেটারী রুহুল আমিন, ছাত্র মজলিস নেতা মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা এমদাদুল হক, শাহ আলম প্রমূখ। পৌর শহরের শতাধিক বন্যা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু ও পিয়াজ প্যাকেটজাত করে বিতরণ করা হয়। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here