কত ভোট পেলেন পরীমনি?

0
263

খবর৭১ঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েও ৭৯ ভোট পেয়েছেন পরীমনি।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে প্রার্থী ছিলেন তিনি। ভোটগ্রহণের দিন মাঠে থাকেননি ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি।

তবে ব্যালট পেপারে নাম থাকায় ভোট পড়েছে তার ঝুলিতে।

জানা গেছে, ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনি ২২তম অবস্থানে রয়েছেন। তার সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান।

পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।

হেরে গেলেও কোনো রকম প্রচারণায় অংশ না নিয়েও পরীমনির এতো ভোট পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে।

উল্লেখ্য, কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে মনোনয়ন জমা দিলেও হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরী।

কারণ হিসেবে জানিয়েছিলেন, অনাগত সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চান না। নির্বাচনের আগেই ভারতে যেতে চান চিকিৎসার্থে।

কিন্তু না চাইলেও নির্বাচনে প্রার্থী হয়ে থাকতে হয়েছে পরীমনিকে।

কোনো কারণই ধোপে টেকেনি। আলোচিত অভিনেত্রীর নাম ব্যালট পেপারে ঠিকই রয়ে যায়।

এর কারণ হিসেবে শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনার অভিনেতা পীরজাদা হারুন বলেছিলেন, ১৫ জানুয়ারি বেলা দুইটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। এই সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেনি পরীমনি। এখন আর প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমনি চাইলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন তবে ব্যালট ব্যাপারে নাম থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here