সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

0
264

সৈয়দপুর প্রতিনিধি :
সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার হওয়া পাঁচ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বিকেলে আদালতে বিচারের পর দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সুত্র জানায়, প্রতিষ্ঠানটির
অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তাদের অভিযানে
মিস্ত্রিপাড়া এলাকার সাত্তারের পুত্র মাদকসেবী সাদ্দামকে (২৫),রসুলপুরের আলতাফের পুত্র শহিদুল ইসলাম (৩২), মুন্সিপাড়ার ফজলুল করিমের পুত্র মিলন হোসেন সাদ্দাম (২৬), হাওয়ালদারপাড়ার মৃত মকবুলের পুত্র আকমল হোসেন জীবন (৫০) ও অফিসার্স কলোনীর আসলামের পুত্র সিরাজকে (২৫) হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে শহরের অফিসার্স কলোনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহামুদুল হাসান মাদকসেবী মিলনকে ১ বছর,আকমল ও সিরাজকে ৩ মাস এবং শহিদুল ও সাদ্দামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here