শিক্ষার্থীদের বিক্ষোভে অচল গুলিস্তান

0
235

খবর৭১ঃ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঢাকার বিভিন্ন সড়কে চলছে বিক্ষোভ।

শিক্ষার্থীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে রাজধানীর গুলিস্তান এলাকা।

সকাল থেকে নটর ডেম কলেজের কয়েকশ‘ শিক্ষার্থী গুলিস্তানে দুর্ঘটনাস্থলের কাছে অবস্থান নেওয়ায় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার দিনভর বিক্ষোভ করার পর শিক্ষার্থীরা বৃহস্পতিবার মতিঝিল থেকে মিছিল নিয়ে গুলিস্তান এসে অবস্থান নেয়। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, মতিঝিল শাপলা চত্তর ও শান্তি নগর মোড়ে সড়কের উপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

গুলিস্তানে কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিচ্ছেন। এসময় যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন চলাচলরত যাত্রীরা। আইশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সড়ক ছাড়তে আহ্বান জানিয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছে। পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাাহত রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here