শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে রিট শুনবেন হাইকোর্ট

0
235

খবর৭১ঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াতের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনবেন মর্মে আদেশ দেন।

বিষয়টি জানান রিটকারীদের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আইনজীবী বলেন, ‘আমি আদালতে বিষয়টি আজ উত্থাপন করছি। মোশন করেছি। বলেছি জরুরি ম্যাটার। শিক্ষার্থীদের গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে হাফ ভাড়া করতে হবে। না হলে শিক্ষার্থীরা আন্দোলন করবে দেশব্যাপী। পরে আদালত আমার সাবমিশন শুনে রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বলেছেন আগামী রবিবার শুনানির জন্য মামলাটি তালিকায় থাকবে।’

রিটে দেশের সবধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করতে বলা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। পরে তিনি বলেন, চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বেড়েছে। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে। তাদের জন্য অর্ধেক ভাড়া চালু করতে নির্দেশনা চেয়েছি।

আইনজীবী জানান, তিনি সরকারের বিরুদ্ধে রিট করেছেন, কোনো মালিকের বিরুদ্ধে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here