পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই: কাদের

0
257

খবর৭১ঃ সরেজমিনে পরিদর্শন শেষে পদ্মা সেতুর স্প্যানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সংশ্লিষ্টদের বিষয়টি পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে বিভিন্ন মিডিয়ায় পদ্মা সেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে সেতু পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শনে এসে আরও বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, এটি কোনোভাবেই হালকাভাবে নিলে চলবে না।

এসময় ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন বিষয়টি নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে, কোনো ষড়যন্ত্র আছে কি না?

মঙ্গলবার সকালে পদ্মা সেতুর দুই পিলারের মাঝামাঝি স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ধাক্কা দেয় বলে খবর পাওয়া যায়। এর আগে গত ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছিল ফেরিটি।

জানা গেছে, ডকইয়ার্ড থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। সকাল ৭টার কিছু আগে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে ধাক্কা দেয় ফেরিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here